অাকাশ জাতীয় ডেস্ক:
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ দখল করার মতো কোনো ক্ষমতা ভারতের ছিল না বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেছেন, ‘৭১-এ ভারতের এমন কোনো ক্ষমতা ছিল না যে তারা বাংলাদেশ দখল করে নেবে। যে বাঙালিকে রাওয়ালপিন্ডি বাগে আনতে পারেনি, দিল্লির পক্ষে তাদের পদানত করা সম্ভব ছিল না।’
বুধবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে ইকবাল সিদ্দিকী কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ভারতের আসাম রাজ্যের এক বিজেপি বিধায়ক মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ দখল না করা ইন্ধিরা গান্ধীর ভুল ছিল বলে বক্তব্য দিয়ে সমালোচিত হন। তার বক্তব্য তুলে ধরেই কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
যৌবনে বঙ্গবন্ধুর সঙ্গে প্রেম হয়েছিল এবং এখনও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন বলে দাবি করে কাদের সিদ্দিকী বলেন, ‘ভোট ছাড়া যারা সরকারে থাকে, সেই দল করি না আমি। সংবিধানে লিখিত রয়েছে দেশের মালিকানা মানুষের। কিন্তু ভূমিদস্যু ও লুটেরাদের মতো বাংলাদেশের জনগণের মালিকানা ক্ষমতাশালীরা দখল করে রেখেছে। সরকারি অফিস আদালতে গেলেই টের পাওয়া যায় ‘দেশের মালিক’ কারা।’
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতিকে যেদিন গুলশান থানায় নির্যাতন করা হয়েছে, সেদিন প্রকারন্তরে গোটা মুক্তিযুদ্ধকে ও মুক্তিযোদ্ধাদেরকে এমনকি তাকেও নির্যাতন করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এসবের কোনো বিচার হয়নি। আমরা নিজের মানুষকে, নিজের ঘরের মানুষকে সম্মান করতে শিখিনি, সম্মান দিতেও জানি না।’
প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম. বদরুল আলম লিটন, গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর ছবদের হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জহিরুল ইসলাম হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 




















