আকাশ স্পোর্টস ডেস্ক:
রোনালদিনহো যখন ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে, তখন লিওনেল মেসির ক্যারিয়ার সূচনালগ্নে। তখনই ব্রাজিলিয়ান তারকা টের পেয়েছিলেন, ছোট ম্যাজিসিয়ান তার চেয়ে ভালো ফুটবলার। প্রতিমুহূর্তে যা প্রমাণ করে চলেছেন আর্জেন্টাইন মাস্টার পিস।
রোনালদিনহোর এমন ভাষ্য নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে বার্সা ব্লাউগ্রানেস। সেখানে উল্লেখ করা হয়েছে- ২০১৪ সালে ফোরফোরটুর সঙ্গে আলাপকালে মেসিকে এমন স্বীকৃতি দেন তিনি।
২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্যকে প্রশ্ন করা হয়- বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল? এমন কি কোনো গল্প আছে যেমন ধরুন-বার্সাকর্তারা মনে করেছিলেন, তরুণ মেসির ওপর আপনি ক্ষতিকর প্রভাব ফেলছিলেন?
রোনালদিনহো বলেন, এ সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল। সময়ের আবর্তনেই তা নিতে হয়েছে। আমি ফ্রাঙ্ক রাইকার্ডের পদচিহ্ন অনুসরণ করতে চেয়েছিলাম। যিনি আমার কোচ ছিলেন, তিনিই বলেছিলেন- ইন্টার মিলানে যাওয়াটা ভালো হবে।
দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, আমার জন্য আরও বিকল্প পথ খোলা ছিল। তবে মিলানেই খেলতে চেয়েছিলাম আমি। আর মেসি ও আমাকে নিয়ে এ ধরনের কোনো কথা যদি শুনে থাকেন, তা হলে সেটি ভুল, মিথ্যা।
তিনি বলেন, আমি মেসির জন্য সবসময় ভালো কিছু করার চেষ্টা করেছি। তাকে আলোর পথ দেখাতে সহায়তা করেছি। স্বদেশী কিংবদন্তি রোনাল্ডো আমার জন্য যা করেছিলেন। সে একটু লাজুক প্রকৃতির ছিল। তবে দুর্দান্ত খেলত। আমরা একই রাস্তায় বসবাস করেছি। তার ও পরিবারের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। আমি এও জানতাম, ও আমার চেয়ে ভালো ফুটবলার ছিল।
২০০৩-০৮ পর্যন্ত বার্সেলোনায় মধুর সময় কাটান রোনালদিনহো। এই সময়ে দুবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন তিনি। আর ২০০৪ সালে বার্সায় ক্যারিয়ার শুরু করেন মেসি। এখন পর্যন্ত ন্যু ক্যাম্পে থেকে পাঁচবার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন ওয়ান্ডারম্যান।
আকাশ নিউজ ডেস্ক 

























