আকাশ নিউজ ডেস্ক:
অনেক কারণেই কানে ব্যথা অনুভব হয়। কানের ব্যথা এত অসহ্য লাগে সব কিছু এলোমেলো লাগে। কান যদি কখনও ব্যথা অনূভুত হয় দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকে জানানোর চেষ্টা করবো মূলত যেসব কারণে কানে ব্যথা হয়।
যেহেতু কানে অনেক কারণেই ব্যথা হতে পারে। সেই কান ব্যথার কারণকে দুভাগে ভাগ করা যায়। একটি স্থানীয় ব্যথা, আর একটি স্থানাস্তরিত ব্যথা।
স্থানীয় কারণগুলো হলো:
১. কানে ও কানের বাহ্যিক পথে ফোঁড়া বা ইনফেকশন ও আঘাত।
২. কানের বাহ্যিক পথটিতে ছত্রাক, ভাইরাসজনিত সংক্রমণ।
৩. কানে কোনো পোকামাকড় ঢুকলে।
৪. কানে খইল জমে আটকে থাকলে।
৫. কানের পর্দায় আঘাত।
৬. মধ্যকর্ণের তীব্র প্রদাহ, মধ্যকর্ণে পানি জমা।
৭. কানের পেছনের দিকে হাড়ের প্রদাহ।
দূরবর্তী কারণ: অর্থাৎ অন্য কোনো স্থানের অসুখের কারণে ব্যথা কানে স্থানান্তরিত হতে পারে। সেগুলো হলো:
১. দাঁত, মাড়ির সমস্যা।
২. টনসিলের ইনফেকশন, জিহ্বার ক্ষত বা অন্য কোনো অসুখ, মুখগহ্বরের তলায় প্রদাহ।
৩. গলবিল ( ফ্যারিংস)-এ প্রদাহ বা কোনো অসুখ।
৪. গলবিলের ওপর এডিনয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া।
৫. চোয়াল সন্ধির প্রদাহ।
আকাশ নিউজ ডেস্ক 

























