ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানি লন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিসের বিরুদ্ধে মামলা আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

যে কারণে কানে ব্যথা হয়

আকাশ নিউজ ডেস্ক:

অনেক কারণেই কানে ব্যথা অনুভব হয়। কানের ব্যথা এত অসহ্য লাগে সব কিছু এলোমেলো লাগে। কান যদি কখনও ব্যথা অনূভুত হয় দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকে জানানোর চেষ্টা করবো মূলত যেসব কারণে কানে ব্যথা হয়।

যেহেতু কানে অনেক কারণেই ব্যথা হতে পারে। সেই কান ব্যথার কারণকে দুভাগে ভাগ করা যায়। একটি স্থানীয় ব্যথা, আর একটি স্থানাস্তরিত ব্যথা।

স্থানীয় কারণগুলো হলো:

১. কানে ও কানের বাহ্যিক পথে ফোঁড়া বা ইনফেকশন ও আঘাত।

২. কানের বাহ্যিক পথটিতে ছত্রাক, ভাইরাসজনিত সংক্রমণ।

৩. কানে কোনো পোকামাকড় ঢুকলে।

৪. কানে খইল জমে আটকে থাকলে।

৫. কানের পর্দায় আঘাত।

৬. মধ্যকর্ণের তীব্র প্রদাহ, মধ্যকর্ণে পানি জমা।

৭. কানের পেছনের দিকে হাড়ের প্রদাহ।

দূরবর্তী কারণ: অর্থাৎ অন্য কোনো স্থানের অসুখের কারণে ব্যথা কানে স্থানান্তরিত হতে পারে। সেগুলো হলো:

১. দাঁত, মাড়ির সমস্যা।

২. টনসিলের ইনফেকশন, জিহ্বার ক্ষত বা অন্য কোনো অসুখ, মুখগহ্বরের তলায় প্রদাহ।

৩. গলবিল ( ফ্যারিংস)-এ প্রদাহ বা কোনো অসুখ।

৪. গলবিলের ওপর এডিনয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া।

৫. চোয়াল সন্ধির প্রদাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে কারণে কানে ব্যথা হয়

আপডেট সময় ১০:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

অনেক কারণেই কানে ব্যথা অনুভব হয়। কানের ব্যথা এত অসহ্য লাগে সব কিছু এলোমেলো লাগে। কান যদি কখনও ব্যথা অনূভুত হয় দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকে জানানোর চেষ্টা করবো মূলত যেসব কারণে কানে ব্যথা হয়।

যেহেতু কানে অনেক কারণেই ব্যথা হতে পারে। সেই কান ব্যথার কারণকে দুভাগে ভাগ করা যায়। একটি স্থানীয় ব্যথা, আর একটি স্থানাস্তরিত ব্যথা।

স্থানীয় কারণগুলো হলো:

১. কানে ও কানের বাহ্যিক পথে ফোঁড়া বা ইনফেকশন ও আঘাত।

২. কানের বাহ্যিক পথটিতে ছত্রাক, ভাইরাসজনিত সংক্রমণ।

৩. কানে কোনো পোকামাকড় ঢুকলে।

৪. কানে খইল জমে আটকে থাকলে।

৫. কানের পর্দায় আঘাত।

৬. মধ্যকর্ণের তীব্র প্রদাহ, মধ্যকর্ণে পানি জমা।

৭. কানের পেছনের দিকে হাড়ের প্রদাহ।

দূরবর্তী কারণ: অর্থাৎ অন্য কোনো স্থানের অসুখের কারণে ব্যথা কানে স্থানান্তরিত হতে পারে। সেগুলো হলো:

১. দাঁত, মাড়ির সমস্যা।

২. টনসিলের ইনফেকশন, জিহ্বার ক্ষত বা অন্য কোনো অসুখ, মুখগহ্বরের তলায় প্রদাহ।

৩. গলবিল ( ফ্যারিংস)-এ প্রদাহ বা কোনো অসুখ।

৪. গলবিলের ওপর এডিনয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া।

৫. চোয়াল সন্ধির প্রদাহ।