অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ আবারো পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুক্তিযোদ্ধা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তারা যখন গদি ছেড়ে যায়, তখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। আজ সেটা গিয়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে। বাংরঅদেশকে পাকিস্তানের আরেকটা অঙ্গরাজ্য করার জন্য বিএনপি রাজনীতি করে। যদি আপনারা শেখ হাসিনাকে আবার নির্বাচিত না করেন, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আপনারা বলেন, সেটা কি আপনাদের আরেক গালে চড় দেয়া না? আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, বাংলাদেশকে পাকিস্তানের আরেকটা অঙ্গরাজ্য করার জন্য, বিএনপির রাজনীতি, জামায়াতের রাজনীতি। সেই রাজনীতির বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে, রুখে দাঁড়াতে হবে।’
তারা আমাকে একটা আইন দেখিয়ে বলে, এই আইনে লেকঅ আছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না- এটা তো ঠিক না। আমি তাদেরকে পরিস্কার বলেছি, দেখেন, এই যে ২১ ধারার কথা বললেন, এই ২১ ধারায় আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের কীভাবে ব্যাঘাত ঘটবে, এটা আমাকে একটু বুঝিয়ে দেন তো। আমরা ৩০ লাখ শহীদের এবং আরও অনেক মুক্তিযুদ্ধের এই বাংলাদেশ পেয়েছি। আমরা এই ইতিহাস বিকৃত হতে আর দেব না। আর আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারে একমত না।
তিনি আরও বলেন, ‘তারপরে আলাপের শেষে, আমি উনাদেরকে বলেছি, ঠিক আছে, আমি আপনাদের কথা শুনলাম। যেটা যৌক্তিক আমি প্রধানমন্ত্রী, এবং আইন মন্ত্রণালয়ের আইনজীবীদের সঙ্গে কথঅ বলবো। আপনাদের বক্তব্য তাদেরকে শুনিয়ে দেব। আর তারপর আপনাদের সঙ্গে আবার বসবো।’
আইনমন্ত্রী তারবক্তব্যের শেষে বলেন ‘তারা এই যে একটা কাগজ বের করে পড়লেঅ আমাদের সামনে, এটা কিন্ত বাঙালিদের তৈরি। সেইজন্যই আমি আপনাদেরনকে বারবার বলছি, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র বন্ধ হয় নাই।’
আকাশ নিউজ ডেস্ক 



















