অাকাশ জাতীয় ডেস্ক:
এক লাখ রোহিঙ্গার পুনর্বাসনে ভাসানচরে ২৩০০ কোটি টাকার বেশি পরিমাণ (২৮০ মিলিয়ন) অর্থ ব্যয়ে প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এ প্রকল্প কাজ শুরু হবে জানিয়ে আন্তর্জাতিক সহায়তাও আহ্বান করেছেন তিনি। বৃটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা জানান।
নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ে শাহরিয়ার আলম বলেন, ‘যতোদূর সম্ভব নিজস্ব অর্থায়নেই আমরা এটি তৈরি করতে যাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় ঠিক কতোটুকু তহবিল জোগাবে, তা নিয়ে খুব বেশি আশাবাদী নই আমি।’
শাহরিয়ার আলম রয়টার্সকে জানান, রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের জন্য আন্তর্জাতিক সহায়তা পাওয়ার ব্যাপারে খুব একটা আশাবাদী নন তিনি। বিপুল পরিমাণ অর্থের প্রয়োজনীয়তা থাকায় ঠিক কবে নাগাদ এ কাজ শেষ হবে, তার সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি তিনি।
অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি-কে ভাসানচর প্রকল্পের নকশা সরবরাহ করেছে উল্লেখ করে সেখানে ব্যক্তি-সংস্থা ও বিভিন্ন দেশের কাছে সহায়তা চাওয়া হলেও এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সূত্র: রয়টার্স
আকাশ নিউজ ডেস্ক 




















