আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবসে দেশের ক্রিকেটের জন্য দোয়া চাইলেন জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মূর্তজা। দোয়া চেয়ে তিনি বলেন, বর্তমান ক্রিকেটাররা ভালো খেলছে, সেই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ বড় কাপ জিতে নিয়ে আসবে।
সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিবি) এক্সপো জোনে ইয়ামাহা প্রেজেন্টস শপথ পাঠের অনুষ্ঠানে মাশরাফি এসব কথা বলেন।
তিনি মন্তব্য করেন, ‘একটা ফাইনালই শেষ না। তিন-চারটা ফাইনালই শেষ না। যারা আজ ক্রিকেট খেলছে তারা অসংখ্য ফাইনাল খেলবে এবং ইনশাল্লাহ দেশের জন্য একদিন কাপ নিয়ে আসবে’।
এসিআই মোটরস লিমিটেড আয়োজিত ইভেন্টে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রয়াস চালানো হয়। কয়েক হাজার বাইকার মিলে একসাথে সবচেয়ে বেশি মোটরসাইকেলের ইঞ্জিন স্টার্ট, বাইক দিয়ে বৃহত্তম মানবসৃষ্ট নকশা অঙ্কন, এবং বাইক দিয়ে ইয়ামাহা লোগো তৈরির প্রয়াস করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। গিনেস বুক প্রয়াস কর্মসূচির অন্যতম অফিসিয়াল ওয়িটনেস হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।
অনুষ্ঠানে বাইকারদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, আপনাদের সাথে থাকতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। তাসকিন আমার কথা কপি করে বলে গেছে (রসিকতা)। তারপর আবারো বলি, আপনারা নিরাপদ ড্রাইভ করবেন, নিরাপদে বাইক চালানো খুব গুরুত্বপূর্ণ।
মাশরাফি বলেন, ঢাকায় তিনি বাইকেই চড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, ‘আমি নিজেও বাইক ছাড়া কোথাও যাই না, গাড়ি-টারিতে চড়ি না। আমি বাইক নিয়ে চলি, এখানে আসার জন্যও আমাকে একটা বাইক দেয়া হয়েছে, সেটা আমি চালাব ইনশাল্লাহ।
নিরাপদ ড্রাইভিং এর উপর জোর দিয়ে মাশরাফি সবাইকে হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক নির্দেশনার প্রতি অনুগত হওয়ার আহবান জানান।
তিনি বলেন, আমি নিজেও বাইক চালাই। আপনারা সবাই হেলমেট পরে বাইক চালাবেন। অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। বিশেষ করে যারা ট্রাফিকে কাজ করে, আমাদের তাদের দিকে দেখি না, তারা সকাল থেকে টানা ডিউটি করে, আপনাদের দিক নির্দেশনা দেয়ার জন্য। আমরা যদি তাদের কথা না শুনি, তাহলে হবে না।
দেশের ক্রিকেট নিয়ে মাশরাফি নিজের উচ্চাশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে এবং আরও ভালো করবে। তিনি তাসকিনের জন্যও দোয়া প্রার্থনা করেন।
তবে ক্রিকেটই যে জীবনের শেষ কথা নয়, সেটি সবাইকে আবারো মনে করিয়ে দেন মাশরাফি। তিনি বলেন, বাংলাদেশে ক্রিকেটই শেষ কথা নয়। আরও অনেক কিছু আছে। তবে ক্রিকেট প্লেয়ার হিসেবে ক্রিকেটারদের জন্য আপনাদের কাছে দোয়া চাইব। ক্রিকেটের জন্য দোয়া করবেন। কারণ এখন অধিকাংশ মানুষই ক্রিকেট ফলো করে। ক্রিকেট নিয়েই যেন সব কিছু। আমার কাছে ব্যাপারটি ঠিক মনে হয় না। কিন্তু আমাদের জন্য দোয়া করবেন।
আকাশ নিউজ ডেস্ক 
























