আকাশ স্পোর্টস ডেস্ক:
রবিবার বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করলেন আফগান স্পিনার রশিদ খান। সবচেয়ে কম ম্যাচ এবং সবচেয়ে কম বয়সে ১০০তম উইকেট নিয়ে এখন ইতিহাসের সেরা উইকেট সেঞ্চুরিয়ান এই স্পিনার। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার দিন তার বয়স ছিল মাত্র বয়স ১৯ বছর ১৮৬ দিন।
২০১৫ সালে চিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েয়োতে ওয়ানডে অভিষেকের পর থেকেই বল হাতে নিয়মিত উজ্জ্বল ছিলেন রশিদ খান। নিজের স্পিন জাদু দিয়ে বিশ্বের নাম করা বোলারদের মধ্যে খুব দ্রুতই জায়গা করে নেন তিনি। তার বোলিং জাদুতে রীতিমত ঝড় তোলে ক্রিকেট বিশ্বে। অল্পে দিনের মধ্যেই তিনি হয়ে উঠেন বিশ্বসেরা স্পিনার। প্রতিটি ম্যাচই যেন তার কাছে এক একটি রেকর্ড গড়ার দিন।
এই রেকর্ডের স্বপ্নে চড়ে এবার তিনি মাত্র ৪৪ ম্যাচ খেলে করলেন উইকেটের সেঞ্চুরি। এতো কম ম্যাচ খেলে তিনি দ্রুততম সেঞ্চুরি করলেন যে তাকে পেছনে ফেলা হয়তো অসম্ভবও হতে পারে। তার আগে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৫২ ম্যাচে তিনি ১০০ উইকেট নিয়েছিলেন।
মিচেল স্টার্কের পিছনে ছিলেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাকলাইন মুশতাক। ৫৩ ম্যাচে তিনি ওয়ানডেতে উইকেট সেঞ্চুরি করেন। আর ৫৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে ছিলেন নিউজিল্যান্ডের শেন বন্ড। তবে বয়সের দিক দিয়ে রশিদ খান সবার চেয়ে ছোট। এত কম বয়সে এই মাইলফলক আর কেউ স্পর্শ করতে পারেননি।
আকাশ নিউজ ডেস্ক 
























