আকাশ স্পোর্টস ডেস্ক:
শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতির ম্যাচে ইতালির মুখোমুখি হয় আর্জেন্টিনা। এদিন ইতালির বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পেলেও দলের সঙ্গে ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভোগার কারণে ইতালির বিপক্ষে খেলতে পারেননি তিনি।
ম্যানচেস্টারে শুক্রবার ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে চেনা ছন্দে খুজে পাওয়া যায়নি। প্রথমার্ধে ইতালি খুব চাপেই রেখেছিলো আর্জেন্টিনাকে। শেষের দিকে নিজেদের গুছিয়ে নিয়ে ছন্দে ফিরে হোর্হে সাম্পাওলির দল। দ্বিতয়ার্ধে গোলের দেখা পায় দলটি। দলের হয়ে গোল করেন এভার বানেগা ও মানুয়েল লানসিনি।
তবে প্রথমার্ধে দলের ছন্দহীন অবস্থায় মেসির অনুপস্থিতিতে অবাক হয়েছিলো সবাই। সবাই আশা করেছিলো ওই সময় হয়তো মাঠে নামবেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার মেসি। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তাই তাকে নিয়ে কোন ঝুঁকিও নেয়নি টিম-ম্যানেজম্যান্ট।
নিজের ইনজুরির বিষয়ে মেসি সংবাদ মাধ্যমকে বলেন,‘কিছু সময়ের ধরে আমি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছি।’
বিশ্বকাপের পরিকল্পনা এবং পরের ম্যাচে খেলা নিয়ে মেসি আরো বলেন,‘সবসময়ই আমি খেলতে চাই। কিন্তু বিশ্বকাপের রাস্তা এখনও অনেক দীর্ঘ। যার কারণে ইতালির বিপক্ষে ম্যাচটিতে বিশ্রাম নেবার সিদ্ধান্ত নিয়েছিলাম। আশাকরি দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে খেলবো।’
আকাশ নিউজ ডেস্ক 
























