অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লোস পুজেমন জার্মানিতে আটক হয়েছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। খবর বিবিসির।
ডেনমার্ক থেকে বেলজিয়ামে যাবার পথে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
উসকানি আর বিদ্রোহের অভিযোগে স্পেনে তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। কিন্তু গত অক্টোবরে স্বাধীনতার প্রশ্নে নিষিদ্ধ গণভোটের পর থেকেই বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসিত রয়েছেন পুজেমন।
কিছুদিন আগে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানাও পুনরায় সক্রিয় করা হয়। স্পেনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে তার ৩০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
শুক্রবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট প্রার্থী নতুন নেতা জর্দি টুরুলকে গ্রেপ্তারের পর বার্সেলোনায় উত্তেজনা চলছে। কাতালোনিয়ার ২৫ নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারে স্পেনের সুপ্রিম কোর্ট রুল দেয়ার পর সেই উত্তেজনা আরো বেড়েছে। পুলিশের সঙ্গে সেখানে সহিংসতার ঘটনাও ঘটেছে।
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া। গত বছর কার্লোস পুজেমনের নেতৃত্বে স্পেন থেকে কাতালোনিয়া আলদা ও স্বাধীন হওয়ার পক্ষে গণভোট অনুষ্ঠিত হয়। এতে গণভোটের পক্ষে রায় এলে স্পেন কর্তৃপক্ষ পুজেমনের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলে। একই সঙ্গে দেশটির সুপ্রিম কোর্ট ওই গণভোটকে অবৈধ বলে ঘোষণা করেন।
এ ঘটনায় স্পেন ও কাতালোনিয়ার মধ্যে তুমুল রাজনৈতিক সংকট তৈরি। একপর্যায়ে কাতালোনিয়াবাসী স্বাধীনতা পক্ষে বিক্ষোভ-মিছিলও করে। আর পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজ দেশ ছেড়ে ফিনল্যান্ডে নির্বাসিত হন কার্লোস পুজেমন। এদিকে রাজনৈতিক সংকট মোকাবিলায় মাদ্রিদ কাতালোনিয়ার ওপর সরাসরি শাসন জারি করে।
আকাশ নিউজ ডেস্ক 





















