আকাশ বিনোদন ডেস্ক :
ভারতের মুম্বাইয়ে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী জিনাত আমান। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
বৃহস্পতিবার মুম্বাইয়ের জহু থানায় অভিযোগ করেন এই অভিনেত্রী। আর গতকাল ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আপাতত এই ঘটনার তদন্ত করছে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম আমন খন্না। আগে এই ব্যবসায়ীর সঙ্গে জিনাতের ভাল সম্পর্ক থাকলেও সম্প্রতি সম্পর্ক তিক্ত হয়ে যায়। দিন কয়েক আগে ৬৮ বছরের অভিনেত্রীর বাড়িতে জোর করে ঢুকে এসে তাকে হেনস্থা করেন ওই ব্যবসায়ী। সত্তরের দশকের জনপ্রিয় এ অভিনেত্রীর অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন ওই ব্যবসায়ী।
এর আগে গত জানুয়ারি মাসেও এই ব্যক্তির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জিনাত।
আকাশ নিউজ ডেস্ক 






















