আকাশ স্পোর্টস ডেস্ক:
বিরাট কোহলিকে কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে, তিনি কোন দলের হয়ে খেলবেন তা এখনও নিশ্চিত নয়। সম্ভবত তিনি সারের হয়ে খেলবেন। কাউন্টি ক্রিকেটে খেলতে গেলে জুনে হয়তো আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ব্যাঙ্গালোরে আগামী ১৪-১৮ জুন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। টেস্ট মর্যাদা পাওয়ার পর আফগানিস্তান এখনও টেস্ট ম্যাচ খেলেনি। সুতরাং, এটিই হতে চলেছে তাদের অভিষেক টেস্ট।
আগস্টে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজটি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে। মূলত এই সিরিজের প্রস্তুতি হিসাবেই বিরাট কোহলিকে কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে বিসিসিআই। জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেই হয়তো বিরাট কোহলি দলের সঙ্গে যোগ দিবেন।
এই মৌসুমে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে কাউন্টি ক্রিকেটে অংশ নিতে চলেছেন বিরাট কোহলি। এর আগে কাউন্টি ক্রিকেটে নাম লেখান চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মা। গত ফেব্রুয়ারিতে আইপিএলের নিলামে অবিক্রিত থাকেন চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মা।
ইয়র্কশায়ারের হয়ে খেলবেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে খেলবেন ইশান্ত শর্মা। গত মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এবারও তিনি কাউন্টি ক্রিকেটে অংশ নিতে পারেন। তবে, কোন দলের হয়ে খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























