আকাশ স্পোর্টস ডেস্ক:
জয়ে সুপার লিগ শুরু আবাহনী লিমিটেডের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ রানের জয় পেয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দলটি। লিগের প্রথম পর্বের খেলায়ও জয় দিয়ে শুরু করেন নাসির হোসেনরা।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে হানুমা বিহারীর (১০৯) সেঞ্চুরি এবং মোহাম্মদ মিথুনের ফিফটিতে (৬১ বলের অপরাজিত ৭২) ভর করে ৬ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে আবাহনী।
টার্গেট তাড়া করতে নেমে সানজামুল ইসলামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২০৫ রানে অলআউট হয়ে যায় গাজী ক্রিকেটার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ভারতীয় ক্রিকেটার আনুস্টপ মজুমদার। এছাড়া ৪৬ রান করেন মুমিনুল হক সৌরভ। আবাহনীর হয়ে ১০ ওভারে ৫০ রানের খরচায় ৪ উইকেট নেন সানজামুল।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ৫০ ওভারে ২৭৯/৬ রান (বিহারী ১০৯, মিথুন ৭২, সাইফ হাসান ৩০)।
গাজী ক্রিকেটার্স: ৪৩ ওভারে ২০৫/১০ রান (মজুমদার ৬৪, মুমিনুল ৪৬; সানজামুল ৪/৫০)।
ফল: আবাহনী ৭৩ রানে জয়ী।
ম্যাচ সেরা: হানুমা বিহারী (আবাহনী)।
আকাশ নিউজ ডেস্ক 

























