অাকাশ জাতীয় ডেস্ক:
বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন (বিমসটিক) দেশগুলির দ্বিতীয় নিরাপত্তা বৈঠকে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকা আসবেন তিনি।
সমুদ্র নিরাপত্তাসহ দক্ষিণ এশিয়ার সামগ্রিক সুরক্ষা সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই ঢাকায় অনুষ্ঠিত হবে বিমসটেকভুক্ত দেশগুলির দ্বিতীয় নিরাপত্তা বৈঠক। বছর খানেক আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম বৈঠক হয়েছিল।
এ সফরকালে অজিত দোভাল বহুপাক্ষিক আলোচনার পাশাপাশি বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গে সামগ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।
কূটনৈতিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারেক আহমেদ সিদ্দিকি বৈঠকে থাকবেন। বৈঠকে সাম্প্রতিক আলোচিত রোহিঙ্গা সমস্যাটি এই মঞ্চে তুলে ধরবে ঢাকা।
রোহিঙ্গা সমস্যার পাশাপাশি নিরাপত্তা নিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলির পারস্পরিক যোগাযোগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে। এছাড়া বৈঠকে এই অঞ্চলের জন্য একটি অভিন্ন কৌশল তৈরির চেষ্টা হবে কূটনৈতিক সূত্র জানাচ্ছে।
বিমসটেক-এ বাংলাদেশ ও ভারতের পাশাপাশি ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডও রয়েছে।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চলতি বছরের শেষ নাগাদ ভোট। রাজনৈতিকভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে দুই দেশের যোগাযোগ বাড়ানোয় জোর দিচ্ছে ঢাকা। নয়াদিল্লিও নজর রাখছে পরিস্থিতির ওপর। এর অংশ হিসেবে আগামী ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখলে সাত এপ্রিল ঢাকায় আসছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























