ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

চলচ্চিত্রে ফিরবেন অনন্ত জলিল, তবে…

আকাশ বিনোদন ডেস্ক

হঠাৎ চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেন অনন্ত জলিল। সর্বশেষ ঘোষণা দিয়েছিলেন ‘দ্য স্পাই’ সিনেমার। সিনেমাটির জন্য সারাদেশ থেকে নায়ক- নায়িকাও খোঁজা হয়েছে। হঠাৎ বন্ধ হয়ে যায় সেই সিনেমার কাজ।

যতদূর জানা যায়, সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন। এরপর তাঁকে দেখা গেছে তাবলিগ জামাতের সঙ্গে। সিনেমা থেকে কি এ নায়ক একদম দূরে সরে গেলেন? তাহলে কী শিল্পী সংস্কৃতি থেকে একদমই দূরে সরে গেলেন।

এমন প্রশ্ন করাতে তিনি বলেন, “নাহ। ইসলামের দাওয়াত দেই কথাটা সত্য। আমি মনে করি সেটা আমার অন্যসবের মতো দায়িত্ব। দেশ ও দেশের বাইরে গিয়েও ইসলাম প্রচার করি। আর সিনেমা নিয়েও আমার অনেক প্ল্যানিং ছিল। কিন্তু নানা কারণে তা আর হচ্ছে না।”

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশ নাইট ২০১৭’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তার কারণ কী ছিল? “আয়োজনটি একটি চ্যারিটি অনুষ্ঠান। এই ইভেন্ট থেকে যা আয় হয়েছে, তা একটি দাতব্য প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে বলে আমি জানি। এ কারণেই আমি এতে অংশ নিয়েছিলাম।”

‘দ্য স্পাই’ চলচ্চিত্রের শুটিং কি আদৌ শুরু হবে এমন প্রশ্নে তিনি বলেন, “ছবির পোস্ট প্রোডাকশনের কাজ মোটামুটি শেষ। প্রতিযোগিতার মাধ্যমে ছবিতে অভিনয়ের জন্য নতুন শিল্পীও আমরা নির্বাচন করেছি। এখন শুধু ছবির শুটিং বাকি। আশা করছি, কাজটা করতে পারবো।”

অনেক আগে আপনি ঘোষণা দিয়েছিলেন আপনার প্রযোজনায় অনেক নতুন পরিচালক ছবি নির্মাণ করবেন। এ কাজের অগ্রগতি কতদূর? অনন্ত জলিলের ভাষ্য, “সত্যি কথা বলতে এ কাজের অগ্রগতি কিছুই হয়নি। পুরো কাজ আমি থামিয়ে রেখেছি। ভবিষ্যতে কাজটা করব কি না তাও জোড়ালো ভাবে বলতে পারছি না।

কারণ চলচ্চিত্র জগতের এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এ কাজটা করতে গেলে আবার আমাকে নতুন করে অনেক কিছু ভাবতে হবে। আমি নিজেকে একজস চলচ্চিত্রের মানুষই মনে করতাম। কিন্তু চলচ্চিত্র হয়তো আমাকে তাদের মানুষ মনে করতো না। তাই চলচ্চিত্র থেকে দূরে সরে এসেছি। তবে কেউ যদি আমার কাছে কোন দরকারে আসে। উপরওয়ালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে। আমি পাশে দাড়ানোর চেষ্টা করি।”

তাহলে কী আর ফেরার কোন প্ল্যানিং নেই- “ফিরবো। তবে কোন অসুস্থ পরিবেশে আমি যেতে চাইনা। সুস্থ হোক আমি আবার যাবো।”

অসুস্থ বলতে কী বুঝাতে যাচ্ছেন? “সে কথা আর না বলি। সবাই তো বলছে।”

চলচ্চিত্রের মানুষই তো চলচ্চিত্রের পরিবেশ সুস্থ করবে, “আমি আসলে চলচ্চিত্র থেকে কখনো কিছু পাইনি। এক মানুষের ভালবাসা ছাড়া। আমি চেয়েছি যতই অর্থ ব্যায় হোক, নতুন কিছু করতে। হলিউড কিংবা বলিউডের সঙ্গে টেক্কা দিয়ে কিছু করতে। কিন্তু চলচ্চিত্রের মানুষরাই সেটা চায় না। তারা সংঘবদ্ধ না।

সবাই যে যার নিজের মতো ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করছে। হয়তো তাতে নিজের ফায়দা হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে। সিনেমার হিরোর আগে আমি একজন বিজনেসম্যান। দেশি- বিদেশী কত বিজনেসম্যানদের আমার মোকাবিলা করতে হয়। কিন্তু এখানকার পরিবেশটাই নোংরা। তাই আর এ নিয়ে কোন কথা না বলি।”

পরিবার কী অবস্থা- “এইতো ছেলে বড় হচ্ছে। আর আমার সহধর্মীনির সঙ্গে তো সুখেই আছি। সবই উপরওয়ালার ইচ্ছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

চলচ্চিত্রে ফিরবেন অনন্ত জলিল, তবে…

আপডেট সময় ১২:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক

হঠাৎ চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেন অনন্ত জলিল। সর্বশেষ ঘোষণা দিয়েছিলেন ‘দ্য স্পাই’ সিনেমার। সিনেমাটির জন্য সারাদেশ থেকে নায়ক- নায়িকাও খোঁজা হয়েছে। হঠাৎ বন্ধ হয়ে যায় সেই সিনেমার কাজ।

যতদূর জানা যায়, সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন। এরপর তাঁকে দেখা গেছে তাবলিগ জামাতের সঙ্গে। সিনেমা থেকে কি এ নায়ক একদম দূরে সরে গেলেন? তাহলে কী শিল্পী সংস্কৃতি থেকে একদমই দূরে সরে গেলেন।

এমন প্রশ্ন করাতে তিনি বলেন, “নাহ। ইসলামের দাওয়াত দেই কথাটা সত্য। আমি মনে করি সেটা আমার অন্যসবের মতো দায়িত্ব। দেশ ও দেশের বাইরে গিয়েও ইসলাম প্রচার করি। আর সিনেমা নিয়েও আমার অনেক প্ল্যানিং ছিল। কিন্তু নানা কারণে তা আর হচ্ছে না।”

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশ নাইট ২০১৭’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তার কারণ কী ছিল? “আয়োজনটি একটি চ্যারিটি অনুষ্ঠান। এই ইভেন্ট থেকে যা আয় হয়েছে, তা একটি দাতব্য প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে বলে আমি জানি। এ কারণেই আমি এতে অংশ নিয়েছিলাম।”

‘দ্য স্পাই’ চলচ্চিত্রের শুটিং কি আদৌ শুরু হবে এমন প্রশ্নে তিনি বলেন, “ছবির পোস্ট প্রোডাকশনের কাজ মোটামুটি শেষ। প্রতিযোগিতার মাধ্যমে ছবিতে অভিনয়ের জন্য নতুন শিল্পীও আমরা নির্বাচন করেছি। এখন শুধু ছবির শুটিং বাকি। আশা করছি, কাজটা করতে পারবো।”

অনেক আগে আপনি ঘোষণা দিয়েছিলেন আপনার প্রযোজনায় অনেক নতুন পরিচালক ছবি নির্মাণ করবেন। এ কাজের অগ্রগতি কতদূর? অনন্ত জলিলের ভাষ্য, “সত্যি কথা বলতে এ কাজের অগ্রগতি কিছুই হয়নি। পুরো কাজ আমি থামিয়ে রেখেছি। ভবিষ্যতে কাজটা করব কি না তাও জোড়ালো ভাবে বলতে পারছি না।

কারণ চলচ্চিত্র জগতের এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এ কাজটা করতে গেলে আবার আমাকে নতুন করে অনেক কিছু ভাবতে হবে। আমি নিজেকে একজস চলচ্চিত্রের মানুষই মনে করতাম। কিন্তু চলচ্চিত্র হয়তো আমাকে তাদের মানুষ মনে করতো না। তাই চলচ্চিত্র থেকে দূরে সরে এসেছি। তবে কেউ যদি আমার কাছে কোন দরকারে আসে। উপরওয়ালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে। আমি পাশে দাড়ানোর চেষ্টা করি।”

তাহলে কী আর ফেরার কোন প্ল্যানিং নেই- “ফিরবো। তবে কোন অসুস্থ পরিবেশে আমি যেতে চাইনা। সুস্থ হোক আমি আবার যাবো।”

অসুস্থ বলতে কী বুঝাতে যাচ্ছেন? “সে কথা আর না বলি। সবাই তো বলছে।”

চলচ্চিত্রের মানুষই তো চলচ্চিত্রের পরিবেশ সুস্থ করবে, “আমি আসলে চলচ্চিত্র থেকে কখনো কিছু পাইনি। এক মানুষের ভালবাসা ছাড়া। আমি চেয়েছি যতই অর্থ ব্যায় হোক, নতুন কিছু করতে। হলিউড কিংবা বলিউডের সঙ্গে টেক্কা দিয়ে কিছু করতে। কিন্তু চলচ্চিত্রের মানুষরাই সেটা চায় না। তারা সংঘবদ্ধ না।

সবাই যে যার নিজের মতো ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করছে। হয়তো তাতে নিজের ফায়দা হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে। সিনেমার হিরোর আগে আমি একজন বিজনেসম্যান। দেশি- বিদেশী কত বিজনেসম্যানদের আমার মোকাবিলা করতে হয়। কিন্তু এখানকার পরিবেশটাই নোংরা। তাই আর এ নিয়ে কোন কথা না বলি।”

পরিবার কী অবস্থা- “এইতো ছেলে বড় হচ্ছে। আর আমার সহধর্মীনির সঙ্গে তো সুখেই আছি। সবই উপরওয়ালার ইচ্ছে।”