আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৫৮ রানে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় দিনেই দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বনে গেছেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার। এরআগে কিউইদের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি মার্টিন ক্রোর দখলে ছিল। ২০১৫ সালে পৃথিবী থেকে বিদায় নেওয়া ক্রোর সেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
উইলিয়ামসন সাদা পোশাক পরে মাঠে নেমেছেন ৬৪ বার। এরমধ্যে সেঞ্চুরি করে ব্যাট উচিয়ে ধরেছেন ১৮ বার। নিউ জিল্যান্ডের হয়ে অবশ্য উইলিয়ামসনের এখনো অনেক নতুন রেকর্ড করার আছে। তিনি যে দেশটির সবচেয়ে বেশি রানের রেকর্ডটি নিজের নামে করে নেবেন এতে সন্দেহ সামান্যই।
উইলিয়ামসন ২০১০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে তার অমিয় সম্ভাবনার কথা জানান দেন। এরপরে নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছেন। বিরাট কোহলি-স্টিভেন স্মিথ কিংবা জো রুটদের নামের পাশে উচ্চারিত হয় উইলিয়ামসনের নাম। কেনের চেয়ে কম ম্যাচে বেশি সেঞ্চুরির আছে কেবল স্মিথ এবং বিরাট কোহলির।
কোহলি টেস্টে ৬৬ ম্যাচ খেলে করেছেন ২১ সেঞ্চুরি। আর স্মিথ ৬৪ ম্যাচে ২৩বার শতকের ঘরে পৌঁছেছেন। তবে উইলিয়ামসন নিউ জিল্যান্ডের হয়ে টেস্ট সেঞ্চুরির প্রতিযোগিতায় রস টেলরকে পাশে পাচ্ছেন। রস টেলর ১৭ টেস্ট সেঞ্চুরির করে কিউই অধিনায়কের পেছনেই আছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























