আকাশ স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে জিম্বাবুয়েকে নিয়ে যেতে শেষ বলে ছক্কা হাঁকাতে হতো ক্রেগ আরভিনকে। কিন্তু দুই রানের বেশি নিতে পারেননি তিনি। রোমাঞ্চকর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেল জিম্বাবুয়ের।
বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তিন রানে জিতেছে সংযুক্ত আরব আমিরাত। সুপার সিক্সে এটাই তাদের প্রথম জয়। ১৯৭৯ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে পারছে না জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের হারে বিশ্বকাপ স্বপ্ন টিকে রইল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। এ দু’দলের ম্যাচের জয়ী দল খেলবে ২০১৯ বিশ্বকাপে। এই ম্যাচ পরিত্যক্ত বা টাই হলে রানরেটে এগিয়ে থাকায় বিশ্বকাপে যাবে আয়ারল্যান্ড।
বৃষ্টির বাধার আগে ৪৭ ওভার পাঁচ বলে সাত উইকেট হারিয়ে ২৩৫ রান করে সংযুক্ত আরব আমিরাত। বৃষ্টি থামলে জিম্বাবুয়ে পায় ৪০ ওভারে ২৩০ রানের লক্ষ্য। স্বাগতিকরা সাত উইকেটে করে ২২৬ রান।
আকাশ নিউজ ডেস্ক 
























