আকাশ স্পোর্টস ডেস্ক:
আইপিএলের ১১তম আসরে ডিআরএস ব্যবহার হবে
প্রথমবারের মত ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী মাসে শুরু হওয়া আইপিএলের ১১তম আসরে আধুনিক এই প্রযুক্তি ব্যবহৃত হবে। তিনি জানান, প্রযুক্তিটি ব্যবহারের ব্যপারে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল।
ডিআরএস ব্যবহার করে ম্যাচ অফিসিয়াল আম্পায়ারের সিদ্ধান্ত যাচাই করে থাকেন। বেশ কয়েক বছর যাবত ভারত এই প্রযুক্তির বিরোধীতা করে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে প্রথমবারের মত টেস্টে ডিআরএস ব্যবহারে ভারত সম্মতি দেয়। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে প্রতিটি দল প্রতি ইনিংসে একটি করে রিভিউর আবেদন করতে পারবে।
টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মত গত বছর পাকিস্তান সুপার লীগে ডিআরএস ব্যবহৃত হয়। ২০০৯ সালে টেস্ট ম্যাচে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়। কিন্তু টি-২০তে গত অক্টোবর ডিআরএস ব্যবহারের অনুমতি দেয় আইসিসি।
একই ধরনের প্রযুক্তি ইতোমধ্যেই টেনিস, রাগবি ও ফুটবলে ব্যবহৃত হচ্ছে। আসন্ন রাশিয়া বিশ্বকাপেও এর ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না ৬ অধিনায়ক
আইপিএলের ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না ছয় দলের অধিনায়ক। উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। তাই দুই দলের অধিনায়ক সশরীরে মাঠে থাকবেন। তাই আগের দিন অর্থাৎ ৬ এপ্রিল ছয় দলের ক্যাপ্টেনদের নিয়ে একটি ভিডিও শ্যুট করা হবে। যা উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে বলে শোনা যাচ্ছে।
গত বছর উদ্বোধনী ম্যাচের আগের দিন অনুষ্ঠান হয়েছিল। ফলে ‘স্পিরিট অব ক্রিকেট’ শপথে আট দলের অধিনায়করা অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় ঠিক হয়েছে, ৭ এপ্রিল প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। কিন্তু পরের দিনেই চারটি দলের খেলা রয়েছে। ৮ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলস খেলবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মোহালিতে বিকেল চারটেয়। রাতে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ফলে মুম্বইয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাচ ভেন্যুতে সঠিক সময়ে ফিরে আসা সম্ভব হবে না ওই চার দলের অধিনায়কের। বাকি দুই দলের অধিনায়ক যাতায়াতের সমস্যার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা সমালোচনা করে বলেছেন, ‘আইপিএলের সাথে যুক্ত কর্মকতাদের ভালোভাবে প্রস্তুতি নেয়া উচিত ছিল। বিকেলের ম্যাচের একদিন আগে গৌতম গম্ভীর কিংবা রবিচন্দ্রন অশ্বিনকে ডাকা হচ্ছে। এটা চূড়ান্ত অপেশাদারিত্ব ছাড়া আর কিছুই নয়। গম্ভীর ও অশ্বিন যদি ৭ এপ্রিল মুম্বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেন, তাহলে ফেরার জন্য রাত ৯টার পর মুম্বই থেকে দিল্লিগামী বিমান ধরতে হয় তাদের। কারণ, অত রাতে মুম্বই থেকে চণ্ডীগড়ের কোনো সরাসরি বিমান নেই। রাতে চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ থাকে। আর সেই কারণে উদ্বোধনী অনুষ্ঠান সেরে অশ্বিন ও গম্ভীরকে ম্যাচের দিন সকালের বিমানে মুম্বই থেকে চণ্ডীগড় ফিরতে হত কিংবা দিল্লিতে রাতে ফিরে গাড়িতে কিংবা পরের দিন সকালে কোনো বিমানে চণ্ডীগড় যেতে হত। বিরাট কোহলি ও দীনেশ কার্তিকের পরের দিন রাতে ম্যাচ থাকলেও কম ধকল ওদেরও সহ্য করতে হত না। এই বিষয়ে আর বেশি কিছু না বলাই ভালো।’
এদিকে বোর্ডের অস্থায়ী সভাপতি সি কে খান্না বলেছেন, ‘মুম্বইয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ছয়টি দলের অধিনায়কদের যোগদানে যাতায়াত সমস্যা দেখা দেয়ায় আগের দিনেই একটি হোটেলে সবাইকে একত্রিত করে একটি ভিডিও শ্যূট করা হবে। যেটা দেখানো হবে উদ্বোধনী অনুষ্ঠানে।’
আকাশ নিউজ ডেস্ক 
























