অাকাশ জাতীয় ডেস্ক:
নব্য জেএমবির শীর্ষ দুই জঙ্গি নেতা হাদিসুর রহমান সাগর ও আকরাম হোসেন নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, হাদিসুর রহমান সাগর পুরনো জেএমবির সদস্য। তিনি গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন পলাতক আসামি।
পুলিশ অনুসন্ধানে জানতে পারে, সাগর ওই হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল।
নব্য জেএমবিতে বোমা তৈরির কারিগর হিসেবে তার পরিচিতি ছিল। মাসখানেক আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা থেকে তার স্ত্রীকে আটক করে পুলিশ।
অপরদিকে আকরাম হোসেন নিলয় নব্য জেএমবির অন্যতম শীর্ষ অর্থদাতা। গুলশান হামলার পর থেকে নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি।
গত বছরের নভেম্বর মাসে নিলয়ের বাবা আবু তোরাব এবং মা ও বোনকে গ্রেফতার করে সিটিটিসি।
আকাশ নিউজ ডেস্ক 
























