অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পরের দিনই ছিল জন্মদিন। ‘সুইট সিক্সটিন’-এর জন্মদিন। তবে সেই জন্মদিন যে তার জীবনে এতটা ভয়ংকর হয়ে নেমে আসবে, তা স্বপ্নেও ভাবেনি আদিবাসী কিশোরীটি। জন্মদিনের চকোলেট কিনতে গিয়ে সারা রাত ধরে ১২ জনের ধর্ষণের শিকার হয় মেয়েটি।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের পিনাপাকা মণ্ডলের আদাভিরামাভারাম জঙ্গল এলাকায় ঘটেছে এই ঘটনা।
মেয়েটির পরিবারের অভিযোগ, স্কুলছুট আদিবাসী কিশোরীটি জন্মদিনের চকোলেট কিনতে দোকানে গিয়েছিল। এক অটোচালক ও তার বন্ধু মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পরিচিত ‘দাদা’দের আপত্তি জানায়নি মেয়েটি। তাকে অটোতে করে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ওই দুজন ধর্ষণ করে বলে অভিযোগ।
মেয়েটির অভিযোগ, এরপর আরও পাঁচ সঙ্গীকে ডাকে অভিযুক্তরা। তারাও মেয়েটির ওপর যৌন নির্যাতন চালায়। এরপর মেয়েটিকে একটি পরিত্যক্ত কুটিরে ফেলে পালায় অভিযুক্তরা। তবে অত্যাচারের সেখানেই শেষ নয়। ওই কুটিরেই আরও পাঁচজন মেয়েটির ওপর যৌন নির্যাতন চালায়।
পরদিন ভোরে মেয়েটিকে দুব্বাগুম্পু গ্রামে ফেলে রেখে যায় ধর্ষকরা। বাড়ি গিয়ে মেয়েটি মাকে সব খুলে বললে, তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। ১৫ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়। ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক। ধৃতদের সবার বয়স ২০-২৫ বছরের মধ্যে।
আকাশ নিউজ ডেস্ক 
























