অাকাশ জাতীয় ডেস্ক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার ও পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রোববার সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে জয় বাংলা ভাস্কর্যে এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে কোটা সংস্কারের জোর দাবি জানান। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর পুলিশের অতর্কিত হামলা ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান।
আকাশ নিউজ ডেস্ক 

























