অাকাশ জাতীয় ডেস্ক:
দক্ষিণ কলকাতার গড়িয়ায় একটি বালিকা বিদ্যালয়ের পেছনে একটি বাড়িভাড়া নিয়ে চলছিল মধুচক্রের আসর। এমন সময় অভিযান চালায় স্থানীয় পুলিশ। পুলিশ থেকে অনেকে পালিয়ে গেলেও আপত্তিকর অবস্থায় ৯ তরুণী ও ৪ তরুণকে গ্রেফতার করা হয়। খবর জিনিউজের।
স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরে অচেনা তরুণ ও তরুণীরা যাতায়াত করছিল ওই এলাকায়। ফলে স্থানীয়রা নজরদারি শুরু করে। অনৈতিক কর্মকাণ্ড চলছে জানতে পেরে পুলিশে খবর দেয় তারা। ফলে শুক্রবার সেখানে অভিযান চালায় পুলিশ।
সোনারপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ তরুণ-তরুণীকে আপত্তিকর অবস্থায় পায়। ফলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার বারুইপুর জেলা ও দায়রা আদালতে উপস্থাপন করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























