অাকাশ জাতীয় ডেস্ক:
নেপালে বিমান দুর্ঘটনায় আহত মেহেদি হাসান, কামরুন্নাহার স্বর্ণা এবং আলিমুন্নাহার এ্যানিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা ৩৩ মিনিটে বিজি-০০৭২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। এই তিনজনকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।
এর আগে গতকাল বাংলাদেশে আনা হয় আহত শাহরিন আহমেদকে। তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, নেপাল বিমান দুর্ঘটনার নিহতদের ময়নাতদন্ত বিকাল ৫টার মধ্যে শেষ হবে। এছাড়া রোববারের মধ্যে লাশ শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 




















