ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়: রুমিন ফারহানার হুঁশিয়ারি সবকিছুর মালিক আল্লাহ, কেউ কেউ বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম

গৃহকর্মীদের স্বার্থরক্ষায় সৌদি-বাংলাদেশ ঐক্যমত

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মীদের স্বার্থ সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে অভিবাসী শ্রমিক সংক্রান্ত কয়েকটি বিষয়ে একমত হয়েছে সৌদি আরব ও বাংলাদেশ প্রতিনিধি দল।

বুধবার সৌদি আরবের রিয়াদে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়ে বৃহস্পতিবার অভিবাসী শ্রমিক সংক্রান্ত কয়েকটি বিষয়ে একমত হওয়ার মাধ্যমে কমিটির বৈঠক শেষ হয়।

বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্ব দেন উপমন্ত্রী ড. আব্দুল আজিজ আল আমর এবং বাংলাদেশ থেকে আগত পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রনালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কারিগরি কমিটির বৈঠকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। গৃহকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ, দেশে পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুবিধা প্রদান এবং গৃহকর্মীদের জরুরি যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তার জন্য আলোচনা করা হয়। প্রবাসে অভিবাসী কর্মীদের মৃতদেহ দ্রুততম সময়ে দেশে প্রেরণের জন্য পদ্ধতি সহজীকরনের জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

যৌথ কারিগরি কমিটির সভায় অভিবাসন ব্যয় কমানোর লক্ষে উভয় দেশে ভিসা ট্রেডিং বন্ধ করার বিষয়ে ও মহিলা গৃহকর্মী প্রেরণে বিদ্যমান চুক্তি এবং Standard Employment Contract এ কিছু পরিবর্তন আনার জন্য একমত পোষণ করা হয়।

দ্বিপাক্ষিক সভায় অসুস্থ, বিপদগ্রস্থ গৃহকর্মীসহ অন্যান্য অভিবাসী কর্মীদের দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানালে সৌদি কর্তৃপক্ষ একমত পোষণ করেন। এছাড়া বাংলাদেশ থেকে প্রশিক্ষিত শ্রমিক ও গৃহকর্মী নিয়োগ দেয়ার লক্ষে প্রশিক্ষনের বিষয়ে আলোচনা করেন কর্মকর্তাবৃন্দ।

সৌদি কর্তৃপক্ষকে গৃহকর্মীদের নতুন পরিবেশে খাপ খাওয়ানো ও উন্নত সেবা প্রদানের সামর্থ্য বৃদ্ধি পাওয়ার লক্ষে নিয়োগ দেয়ার পূর্বে বাংলাদেশে প্রশিক্ষন প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলেজশিক্ষককে গলা কেটে হত্যা, ক্ষোভে প্রতিবেশীর বাড়িতে জনতার দেওয়া আগুনে বৃদ্ধার মৃত্যু

গৃহকর্মীদের স্বার্থরক্ষায় সৌদি-বাংলাদেশ ঐক্যমত

আপডেট সময় ১২:৩৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মীদের স্বার্থ সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে অভিবাসী শ্রমিক সংক্রান্ত কয়েকটি বিষয়ে একমত হয়েছে সৌদি আরব ও বাংলাদেশ প্রতিনিধি দল।

বুধবার সৌদি আরবের রিয়াদে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়ে বৃহস্পতিবার অভিবাসী শ্রমিক সংক্রান্ত কয়েকটি বিষয়ে একমত হওয়ার মাধ্যমে কমিটির বৈঠক শেষ হয়।

বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্ব দেন উপমন্ত্রী ড. আব্দুল আজিজ আল আমর এবং বাংলাদেশ থেকে আগত পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রনালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কারিগরি কমিটির বৈঠকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। গৃহকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ, দেশে পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুবিধা প্রদান এবং গৃহকর্মীদের জরুরি যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তার জন্য আলোচনা করা হয়। প্রবাসে অভিবাসী কর্মীদের মৃতদেহ দ্রুততম সময়ে দেশে প্রেরণের জন্য পদ্ধতি সহজীকরনের জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

যৌথ কারিগরি কমিটির সভায় অভিবাসন ব্যয় কমানোর লক্ষে উভয় দেশে ভিসা ট্রেডিং বন্ধ করার বিষয়ে ও মহিলা গৃহকর্মী প্রেরণে বিদ্যমান চুক্তি এবং Standard Employment Contract এ কিছু পরিবর্তন আনার জন্য একমত পোষণ করা হয়।

দ্বিপাক্ষিক সভায় অসুস্থ, বিপদগ্রস্থ গৃহকর্মীসহ অন্যান্য অভিবাসী কর্মীদের দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানালে সৌদি কর্তৃপক্ষ একমত পোষণ করেন। এছাড়া বাংলাদেশ থেকে প্রশিক্ষিত শ্রমিক ও গৃহকর্মী নিয়োগ দেয়ার লক্ষে প্রশিক্ষনের বিষয়ে আলোচনা করেন কর্মকর্তাবৃন্দ।

সৌদি কর্তৃপক্ষকে গৃহকর্মীদের নতুন পরিবেশে খাপ খাওয়ানো ও উন্নত সেবা প্রদানের সামর্থ্য বৃদ্ধি পাওয়ার লক্ষে নিয়োগ দেয়ার পূর্বে বাংলাদেশে প্রশিক্ষন প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।