ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭০ শিক্ষার্থীকে নোটিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭০ জনকে শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ফেইসবুকে নিজেদের গ্রুপে শিক্ষকদের পড়ানোর সমালোচনা করায় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। এ ঘটনা তদন্তে বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার প্রত্যেক শিক্ষার্থীকে চিঠি পাঠিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ওই তদন্ত কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি বিভাগের ছাত্র-ছাত্রীরা বিভাগীয় বিভিন্ন বিষয়ে ফেইসবুকে অশালীন, অসম্মানজনক ও আপত্তিকর ট্রলিং ও মন্তব্য করায় বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। উক্ত পেইজে আপনার সংশ্লিষ্টতা থাকায় অধিকতর তদন্তের স্বার্থে আগামী ৩ অগাস্ট সকাল ১০টায় তদন্ত কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য আদেশ করা হল। ‘

কারণ দর্শানোর চিঠি পাওয়া একাধিক শিক্ষার্থী জানান, ফেইসবুক পেইজটিতে বিভাগের শিক্ষকদের পাঠদান নিয়ে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করা হয়েছিল। শিক্ষকরা সঠিকভাবে পড়াতে পারেন না এবং গুগল থেকে স্লাইড ডাউনলোড করে এনে তারা শ্রেণিকক্ষে পড়ান, বলেন তাদের একজন।

ওই পেইজ যে শিক্ষার্থীরা চালাতেন, বিভিন্ন সময় যারা এতে লিখেছেন এবং লাইক বা কমেন্ট করেছেন তাদের সবাইকে তদন্ত কমিটিতে ডাকা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। বিভাগের পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এনে ফেইসবুক পেইজটির এ্যডমিনদের শনাক্তের পর বর্তমানে তা বন্ধ রয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল বলেন, এটা আমাদের বিভাগের ব্যাপার।

তদন্ত কমিটি বিভাগ গঠন করেছে, বিশ্ববিদ্যালয় করেনি। এটা একটা ফ্যামিলি ম্যাটারের মতো। বিষয়টাকে আমরা পরিবারের মধ্যেই রাখতে চাচ্ছি। আমরা চাইব, বিষয়টা পারিবারিকভাবেই মিনিমাইজ করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭০ শিক্ষার্থীকে নোটিশ

আপডেট সময় ০৪:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭০ জনকে শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ফেইসবুকে নিজেদের গ্রুপে শিক্ষকদের পড়ানোর সমালোচনা করায় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। এ ঘটনা তদন্তে বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার প্রত্যেক শিক্ষার্থীকে চিঠি পাঠিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ওই তদন্ত কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি বিভাগের ছাত্র-ছাত্রীরা বিভাগীয় বিভিন্ন বিষয়ে ফেইসবুকে অশালীন, অসম্মানজনক ও আপত্তিকর ট্রলিং ও মন্তব্য করায় বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। উক্ত পেইজে আপনার সংশ্লিষ্টতা থাকায় অধিকতর তদন্তের স্বার্থে আগামী ৩ অগাস্ট সকাল ১০টায় তদন্ত কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য আদেশ করা হল। ‘

কারণ দর্শানোর চিঠি পাওয়া একাধিক শিক্ষার্থী জানান, ফেইসবুক পেইজটিতে বিভাগের শিক্ষকদের পাঠদান নিয়ে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করা হয়েছিল। শিক্ষকরা সঠিকভাবে পড়াতে পারেন না এবং গুগল থেকে স্লাইড ডাউনলোড করে এনে তারা শ্রেণিকক্ষে পড়ান, বলেন তাদের একজন।

ওই পেইজ যে শিক্ষার্থীরা চালাতেন, বিভিন্ন সময় যারা এতে লিখেছেন এবং লাইক বা কমেন্ট করেছেন তাদের সবাইকে তদন্ত কমিটিতে ডাকা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। বিভাগের পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এনে ফেইসবুক পেইজটির এ্যডমিনদের শনাক্তের পর বর্তমানে তা বন্ধ রয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল বলেন, এটা আমাদের বিভাগের ব্যাপার।

তদন্ত কমিটি বিভাগ গঠন করেছে, বিশ্ববিদ্যালয় করেনি। এটা একটা ফ্যামিলি ম্যাটারের মতো। বিষয়টাকে আমরা পরিবারের মধ্যেই রাখতে চাচ্ছি। আমরা চাইব, বিষয়টা পারিবারিকভাবেই মিনিমাইজ করতে।