অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার ফু-ওয়াং কারখানার পূর্বপাশে জঙ্গলের ভেতর ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজমুল হক জানান, ফু-ওয়াং কারখানার পূর্বপাশে জঙ্গলের ভেতর ওই যুবকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই যুবকের লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৭-৮ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 























