আকাশ বিনোদন ডেস্ক:
১৮তম একক অ্যালবাম নিয়ে আসছেন নজরুলসঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা।
নজরুলসঙ্গীতের বিভিন্ন ঘরানার প্রচলিত ১০টি গান নিয়ে অ্যালবামটি তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানগুলো সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না।
এটি আমার নিজের সঙ্গীতায়োজনে প্রকাশ হবে। এর আগেও নিজের সঙ্গীতায়োজনে গান করেছি। তাই এ বিষয়ে নিজের ওপর পূর্ণ আÍবিশ্বাস আছে। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’
আকাশ নিউজ ডেস্ক 

























