অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শ্যুটিং চলাকালীন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটির পাইলট রক্ষা পেয়েছেন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বৃটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, রবিবার রুজভেল্ট দ্বীপের কাছে হেলিকপ্টারটি একটি ফটোশ্যুটে অংশ নিচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে এটি ইস্ট নদীতে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর এবং অন্য তিনজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। তবে হেলিকপ্টারটির পাইলটকে নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বিধ্বস্ত হেলিকপ্টারটি পানির ১৫ মিটার নিচে তলিয়ে যায়। এ সময় পানির তাপমাত্রা চার সেলসিয়াসের নিচে ছিল। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 
























