অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতে ট্রেকিং করতে গিয়ে দাবানলের মুখে পড়ে চার ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
জানা গেছে, রবিবার তামিলনাড়ুর থেনি জেলায় কুরানগনির কাছে টপ স্টেশনে ট্রেকিং করতে যায় একটি কলেজের ২০ ছাত্র। হঠাৎ করে দাবানলের গ্রাসে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ভারতীয় বিমান বাহিনীর সদস্যদের পাঠায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তা আরকে জেগানিয়া বলেন, বিকাল চারটার দিকে দাবানলে আটকে পড়ে একটি কলেজের ২০ ছাত্র। তাদের একজনের বাবা বনবিভাগে ফোন করে বিষয়টি জানান। পরে তাদের উদ্ধারের জন্য সাহায্য চাইলে বিমানবাহিনীর সদস্যদের পাঠানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























