আকাশ বিনোদন ডেস্ক:
নতুন দিনের চলচ্চিত্র নির্মাতা তাজুল ইসলাম এর নির্মাণাধীন সিনেমা ‘গোপন সংকেত’ এর রোমান্টিক গানে বাংলাদেশি সঙ্গীত পরিচালক আহম্মেদ হুমায়ূনের সুর ও সঙ্গীতে এবার কন্ঠ দিলেন মুম্বাই এর জনপ্রিয় কণ্ঠশিল্পী পালাক মুচ্ছাল। গানটির কথা লিখেছেন ওপার বাংলার বিখ্যাত গীতিকার প্রসেন মুখার্জি।
পিকক্ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী মাসেই শিল্পীদের সিডিউল সাপেক্ষে বাকী কাজের স্যুটিং শেষ করা হবে। পাঁচটি গানের মধ্যে তিনটি গান রেকর্ডিং সহ দুটি গানের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। সবগুলো গানের সঙ্গীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন। পালাক মুচ্ছাল ছাড়া ছবিতে মুম্বাই এর কল্পনা পটোয়ারি এই চলচ্চিত্রের আইটেম গানে কন্ঠ দিয়েছেন আহম্মেদ হুমায়ূন এর সঙ্গে।
উল্লেখ্য, গোপন সংকেত ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, আলভিরা ইমু, সিয়াম খান, মৌমিতা মৌ, অমিত হাসান, রেহানা জলি, মাহা সিকদার সহ আরো অনেকে।
আকাশ নিউজ ডেস্ক 

























