ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেন্ডিসের ব্যাটে শ্রীলঙ্কা ১৫২

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে আজ ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ম্যাচ ১৯ ওভারের করা হয়েছে।

শ্রীলঙ্কার পক্ষে আজ ৩৮ বল খেলে ৫৫ রান করেছেন কুসল মেন্ডিস। ভারতের পক্ষে শারদুল ঠাকুর চার ওভার বল করে ২৭ রান দিয়ে চারটি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর চার ওভার বল করে ২১ রান দিয়ে নেন দুইটি উইকেট। এছাড়া জয়দেব উনাদকাত ১টি, যুজবেন্দ্র চাহাল ১টি ও বিজয় শঙ্কর ১টি করে উইকেট নেন।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায়। শারদুল ঠাকুরের বলে সুরেশ রায়নার হাতে ক্যাচ হন দানুশকা গুনাথিলাকা। আট বল খেলে ১৭ রান করেন তিনি। দলীয় ৩৪ রানে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হন কুসল পেরেরা। চার বল খেলে তিন রান করেন তিনি।

দলীয় ৯৬ রানে বিজয় শঙ্করের বলে বোল্ড হন উপুল থারাঙ্গা। ২৪ বল খেলে ২২ রান করেন তিনি। দলের রান যখন ১১৩ তখন শারদুল ঠাকুরের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ধরা পড়েন অধিনায়ক থিসারা পেরেরা। ছয় বল খেলে ১৫ রান করেন তিনি।

ইনিংসের ১৪তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হন জীভন মেন্ডিস। তিন বল খেলে তিনি করেন এক রান। যুজবেন্দ্র চাহালের করা ১৫তম ওভারের প্রথম বলে বোল্ড হন কুসল মেন্ডিস। ১৮তম ওভারে জয়দেব উনাদকাতে বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন আকিলা ধনঞ্জয়া। ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে আউট হন দাসুন শানাকা ও দুশমান্থ চামিরা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ইনিংস: ১৫২/৯ (১৯ ওভার)

(দানুশকা গুনাথিলাকা ১৭, কুসল মেন্ডিস ৫৫, কুসল পেরেরা ৩, উপুল থারাঙ্গা ২২, থিসারা পেরেরা ১৫, জীভন মেন্ডিস ১, দাসুন শানাকা ১৯, আকিলা ধনঞ্জয়া ৫, সুরঙ্গা লাকমল ৫*, দুশমান্থ চামিরা ০, নুয়ান প্রদীপ ০*; জয়দেব উনাদকাত ১/৩৩, ওয়াশিংটন সুন্দর ২/২১, শারদুল ঠাকুর ৪/২৭, যুজবেন্দ্র চাহাল ১/৩৪, বিজয় শঙ্কর ১/৩০, সুরেশ রায়না ০/৬)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

মেন্ডিসের ব্যাটে শ্রীলঙ্কা ১৫২

আপডেট সময় ১২:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে আজ ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ম্যাচ ১৯ ওভারের করা হয়েছে।

শ্রীলঙ্কার পক্ষে আজ ৩৮ বল খেলে ৫৫ রান করেছেন কুসল মেন্ডিস। ভারতের পক্ষে শারদুল ঠাকুর চার ওভার বল করে ২৭ রান দিয়ে চারটি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর চার ওভার বল করে ২১ রান দিয়ে নেন দুইটি উইকেট। এছাড়া জয়দেব উনাদকাত ১টি, যুজবেন্দ্র চাহাল ১টি ও বিজয় শঙ্কর ১টি করে উইকেট নেন।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায়। শারদুল ঠাকুরের বলে সুরেশ রায়নার হাতে ক্যাচ হন দানুশকা গুনাথিলাকা। আট বল খেলে ১৭ রান করেন তিনি। দলীয় ৩৪ রানে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হন কুসল পেরেরা। চার বল খেলে তিন রান করেন তিনি।

দলীয় ৯৬ রানে বিজয় শঙ্করের বলে বোল্ড হন উপুল থারাঙ্গা। ২৪ বল খেলে ২২ রান করেন তিনি। দলের রান যখন ১১৩ তখন শারদুল ঠাকুরের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ধরা পড়েন অধিনায়ক থিসারা পেরেরা। ছয় বল খেলে ১৫ রান করেন তিনি।

ইনিংসের ১৪তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হন জীভন মেন্ডিস। তিন বল খেলে তিনি করেন এক রান। যুজবেন্দ্র চাহালের করা ১৫তম ওভারের প্রথম বলে বোল্ড হন কুসল মেন্ডিস। ১৮তম ওভারে জয়দেব উনাদকাতে বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন আকিলা ধনঞ্জয়া। ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে আউট হন দাসুন শানাকা ও দুশমান্থ চামিরা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ইনিংস: ১৫২/৯ (১৯ ওভার)

(দানুশকা গুনাথিলাকা ১৭, কুসল মেন্ডিস ৫৫, কুসল পেরেরা ৩, উপুল থারাঙ্গা ২২, থিসারা পেরেরা ১৫, জীভন মেন্ডিস ১, দাসুন শানাকা ১৯, আকিলা ধনঞ্জয়া ৫, সুরঙ্গা লাকমল ৫*, দুশমান্থ চামিরা ০, নুয়ান প্রদীপ ০*; জয়দেব উনাদকাত ১/৩৩, ওয়াশিংটন সুন্দর ২/২১, শারদুল ঠাকুর ৪/২৭, যুজবেন্দ্র চাহাল ১/৩৪, বিজয় শঙ্কর ১/৩০, সুরেশ রায়না ০/৬)।