ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

চাঁদমুখ দেখে জয়ও দেখলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

তৃতীয় পুত্র সন্তানের আগমনী বার্তা এক মাস আগেই জানিয়েছিলেন লিওনেল মেসি। শনিবার পৃথিবীতে এসেছে মেসি পরিবারের নতুন সদস্য চিরো। এমন খুশির দিনেও নিজের আরেক ভালোবাসাকে ভুলে থাকতে পারেননি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

নবজাতকের চাঁদমুখ দর্শনের পর হাসপাতালে বসেই টিভি পর্দায় দেখেছেন দলের খেলা। বাবা মেসিকে হতাশ করেননি তার সতীর্থরা। দলের প্রাণভোমরাকে ছাড়াই গত পরশু রাতে মালাগার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে

ফিরেছে বার্সোলোনা। দলের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া এ জয়ে মেসির তৃতীয়বার বাবা হওয়ার আনন্দ হয়েছে দ্বিগুণ। লুইস সুয়ারেজ ও ফিলিপ কুতিনহোর গোলে মালাগা জয় করে লা লীগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে কাতালানরা।

মাঠে এদিন মেসির অভাব অনুভূত হতে দেননি তার সতীর্থরা। সুয়ারেজ ও কুতিনহোর পাশাপাশি বার্সার জার্সিতে সম্ভবত নিজের সেরা ম্যাচটি খেলেছেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। এই ত্রয়ীর নৈপুণ্যে প্রথমার্ধেই কার্যত বার্সার জয় নিশ্চিত হয়ে যায়।

১৫ মিনিটে কাতালানদের এগিয়ে দেন সুয়ারেজ। জর্ডি আলবার ক্রস থেকে হেডে চলতি লীগে নিজের ২১তম গোলটি করেন উরুগুয়ান ফরোয়ার্ড। ২৮ মিনিটে দেম্বেলের পাস থেকে দর্শনীয় ব্যাকহিলে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলীয় প্লেমেকার কুতিনহো। খানিক পর স্যামুয়েল গার্সিয়ার লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া মালাগা অতি রক্ষণাÍক খেলে দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে দেয়নি বার্সাকে। এ জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের (৬১) চেয়ে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে অপরাজিত বার্সা (৭২)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে এইবারকে ২-১ ব্যবধানে হারানো রিয়াল ৫৭ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।

সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লীগের প্রস্তুতিও ভালোভাবে সেরে নিয়েছে বার্সা। বুধবার ন্যুক্যাম্পে শেষ ষোলোর ফিরতি ম্যাচে চেলসিকে আতিথ্য দেবে তারা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় ফিরতি ম্যাচটা দু’দলের জন্যই অগ্নিপরীক্ষা। সেই অগ্নিপরীক্ষায় নামার আগে শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসিও ফিরেছে জয়ের ধারায়।

ম্যানসিটি ও ম্যানইউর কাছে জোড়া হারের ধাক্কা সামলে ব্ল–জরা এদিন ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ঘরের মাঠে চেলসির জয়ের নায়ক দারুণ ফর্মে থাকা ব্রাজিলীয় তারকা উইলিয়ান। ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পাঁচ ম্যাচে এটি উইলিয়ানের পঞ্চম গোল। ৩২ মিনিটে মার্টিন কেলির আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ মুহূর্তে আনহোল্টের গোলে শুধু ব্যবধানই কমাতে পেরেছে ক্রিস্টাল প্যালেস। এএফপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

চাঁদমুখ দেখে জয়ও দেখলেন মেসি

আপডেট সময় ০৭:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

তৃতীয় পুত্র সন্তানের আগমনী বার্তা এক মাস আগেই জানিয়েছিলেন লিওনেল মেসি। শনিবার পৃথিবীতে এসেছে মেসি পরিবারের নতুন সদস্য চিরো। এমন খুশির দিনেও নিজের আরেক ভালোবাসাকে ভুলে থাকতে পারেননি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

নবজাতকের চাঁদমুখ দর্শনের পর হাসপাতালে বসেই টিভি পর্দায় দেখেছেন দলের খেলা। বাবা মেসিকে হতাশ করেননি তার সতীর্থরা। দলের প্রাণভোমরাকে ছাড়াই গত পরশু রাতে মালাগার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে

ফিরেছে বার্সোলোনা। দলের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া এ জয়ে মেসির তৃতীয়বার বাবা হওয়ার আনন্দ হয়েছে দ্বিগুণ। লুইস সুয়ারেজ ও ফিলিপ কুতিনহোর গোলে মালাগা জয় করে লা লীগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে কাতালানরা।

মাঠে এদিন মেসির অভাব অনুভূত হতে দেননি তার সতীর্থরা। সুয়ারেজ ও কুতিনহোর পাশাপাশি বার্সার জার্সিতে সম্ভবত নিজের সেরা ম্যাচটি খেলেছেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। এই ত্রয়ীর নৈপুণ্যে প্রথমার্ধেই কার্যত বার্সার জয় নিশ্চিত হয়ে যায়।

১৫ মিনিটে কাতালানদের এগিয়ে দেন সুয়ারেজ। জর্ডি আলবার ক্রস থেকে হেডে চলতি লীগে নিজের ২১তম গোলটি করেন উরুগুয়ান ফরোয়ার্ড। ২৮ মিনিটে দেম্বেলের পাস থেকে দর্শনীয় ব্যাকহিলে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলীয় প্লেমেকার কুতিনহো। খানিক পর স্যামুয়েল গার্সিয়ার লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া মালাগা অতি রক্ষণাÍক খেলে দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে দেয়নি বার্সাকে। এ জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের (৬১) চেয়ে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে অপরাজিত বার্সা (৭২)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে এইবারকে ২-১ ব্যবধানে হারানো রিয়াল ৫৭ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।

সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লীগের প্রস্তুতিও ভালোভাবে সেরে নিয়েছে বার্সা। বুধবার ন্যুক্যাম্পে শেষ ষোলোর ফিরতি ম্যাচে চেলসিকে আতিথ্য দেবে তারা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় ফিরতি ম্যাচটা দু’দলের জন্যই অগ্নিপরীক্ষা। সেই অগ্নিপরীক্ষায় নামার আগে শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসিও ফিরেছে জয়ের ধারায়।

ম্যানসিটি ও ম্যানইউর কাছে জোড়া হারের ধাক্কা সামলে ব্ল–জরা এদিন ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ঘরের মাঠে চেলসির জয়ের নায়ক দারুণ ফর্মে থাকা ব্রাজিলীয় তারকা উইলিয়ান। ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পাঁচ ম্যাচে এটি উইলিয়ানের পঞ্চম গোল। ৩২ মিনিটে মার্টিন কেলির আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ মুহূর্তে আনহোল্টের গোলে শুধু ব্যবধানই কমাতে পেরেছে ক্রিস্টাল প্যালেস। এএফপি।