আকাশ বিনোদন ডেস্ক:
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হওয়ার কথা ‘চালবাজ’ ছবির টাইটেল গান। কিন্ত তার আগেই আনঅফিশিয়াল গানের ভার্সনটি দেখা গিয়েছিল এসকে মুভিজের ইউটিউব চ্যানেলেই। যা মাত্র একঘন্টায় প্রায় ২৩ হাজার বার দেখা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, এবারের গানটিও নতুন ধামাকা হতে চলেছে।
২ মিনিট ৪৬ সেকেন্ডের ‘চালবাজ’ গানে শাকিব খান অনবদ্য অভিনয় করেছেন। নজরকাড়া লোকেশনে বিভিন্ন রূপে হাজির হয়ে উচ্ছ্বাসিত ভঙ্গিমায় নেচেছেন তিনি। তার সঙ্গে ছিলো একদল নৃত্যশিল্পী। তবে এতে ছবির নায়িকা শুভশ্রীকে দেখা যায়নি। ‘চালবাজ’-এর টাইটেল গানটি গেয়েছেন শাদাব হাশমি। এর মিউজিক করেছেন স্যাভি।
কলকাতার সফল নির্মাতা জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘চালবাজ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। এছাড়া অন্যান্য চরিত্রে আরো আছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম ও আশীষ বিদ্যার্থী প্রমুখ।
‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। প্রথম দিকে ছবিটি যৌথ প্রযোজনায় হওয়ার কথা ছিলো। কিন্তু অনুমোদন না পাওয়ায় কলকাতার এসকে মুভিজ একাই এটা প্রযোজনা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























