আকাশ বিনোদন ডেস্ক:
আবারও ধামাকা বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউতের। কঙ্গনার নতুন সিনেমা ‘মেন্টাল হ্যায় ক্যা’ ছবির পোস্টারে ‘টপলেস’ হয়ে পোজ দিলেন বলিউড ‘কুইন’। আর ওই পোস্টার নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
পোস্টারটিতে দেখা যাচ্ছে টপলেস কঙ্গনার হাতে একটি সিগারেট। যা তিনি জিভে ছুঁইয়ে রয়েছেন। কঙ্গনার পাশাপাশি নতুন এই পোস্টারে দেখা যাচ্ছে রাজকুমার রাওকে। যেখানে রাজকুমার রাওয়ের হাতের সিগারেট তার কপালে ছোঁয়াতে দেখা যাচ্ছে।
কঙ্গনা এবং রাজকুমার রাও`র সেই পোস্টার প্রকাশ্যে আসতেই কঙ্গনাকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এদিকে ‘মেন্টাল হ্যায় ক্যা’ ছবির পোস্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একতা কাপুর। এরপরই পোস্টারটি ভাইরাল হয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 

























