অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় থিংকট্যাংক ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’ (এফডিডি) ইসরাইলের পক্ষে গোয়েন্দাগিরি করছে। যুক্তরাষ্ট্রের তৎপর ইসরাইলের পক্ষের বিভিন্ন লবিস্ট গ্রুপের ওপর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গোপন অনুসন্ধানের ভিত্তিতে নির্মিত ওই তথ্যচিত্র দেখেছেন এমন একজনের বরাত দিয়ে এই খবর দিয়েছে ফিলিস্তিন-ইসরাইলবিষয়ক সংবাদমাধ্যম ইলেকট্রনিক ইন্তিফাদা।
খবরে বলা হয়েছে, তথ্যচিত্রে একজন ক্ষমতাধর ইসরাইলি কর্মকর্তার বক্তব্যসংবলিত ফুটেজও রয়েছে। এতে ওই কর্মকর্তাকে বলতে দেখা যায়, ‘আমাদের আছে এফডিডি। এছাড়া এ নিয়ে অন্যরাও কাজ করছে।’ এই কর্মকর্তার নাম সিমা ভাকনিন-জিল। তিনি ইসরাইলি সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা।
তথ্যচিত্রে তাকে বলতে দেখা যায়, এফডিডি ইসরাইলের জন্য বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছে। এগুলোর মধ্যে রয়েছে ‘উপাত্ত সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, অ্যাকটিভিস্ট সংগঠন নিয়ে কাজ করা, অর্থের উৎস অনুসন্ধান করা। কোনো একটি দেশের পক্ষে এটিই সবচেয়ে ভালোভাবে করা সম্ভব।’
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় যেসব মার্কিন সংগঠন ও নাগরিক বিদেশি সরকারের পক্ষ হয়ে কাজ করেন তাদের আইন মন্ত্রণালয়ের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগে নিবন্ধিত হতে হয়। কিন্তু এফডিডি থিংকট্যাংক ইসরাইল সরকারের এজেন্ট হিসেবে নিবন্ধিত নয়।
প্রতিবেদনে দেখা যাবে যে, ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বেশ কয়েকটি লবি গ্রুপ মার্কিন নাগরিকদের ওপর নজরদারি করছে। এছাড়া ইসরাইলের সমালোচক মার্কিন নাগরিকদের হেয় করা ও ভয়ভীতি প্রদর্শনে ইসরাইলপন্থী কয়েকটি সংগঠনের গোপন তৎপরতাও এই তথ্যচিত্রে দেখানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















