আকাশ স্পোর্টস ডেস্ক:
নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বল করার সিদ্ধান্ত নেন। এর আগের ম্যাচে ভারত শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করে হেরেছে আজ তারা পরে ব্যাট করে কেমন করে তা দেখতে চান বলে জানিয়েছেন রোহিত শর্মা।
বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন টসে জিতলে তিনিও বল করার সিদ্ধান্ত নিতেন। এছাড়া বাংলাদেশ মাঠে নামছে ছয়জন ব্যাটসম্যান ও পাঁচজন বোলার নিয়ে। ভারত প্রথম ম্যাচের দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























