ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলের জয় পায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে আরেকটি; এই দুই গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেন ফরাসি সুপারস্টার এমবাপ্পে। তাতে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল লস ব্লাঙ্কোস।

প্রথমার্ধটা ছিল তুলনামূলক নিষ্প্রভ। তবে শুরুতে ভিয়ারিয়ালই বেশি তীক্ষ্ণ ছিল। ১৪তম মিনিটে বাঁ দিক দিয়ে দ্রুত আক্রমণে আলফোনসো পেদ্রাজার ক্রস তায়ন বুখানান ফিরতি পোস্টে ঠিকঠাক ঠেকাতে না পারায় বড় সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। কিছুক্ষণ পরই পেনাল্টি বক্সে পড়ে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান হুয়ান ফয়থ। তাকে তুলে নিতে হয়, বদলি নামেন রাফা মারিন।

চ্যাম্পিয়নস লিগে মাঝ সপ্তাহে মোনাকোকে ৬-১ গোলে উড়িয়ে আসা রিয়াল ধীরে ধীরে ম্যাচে ঢোকে। আর্দা গ্যুলারের ২০ গজের বাঁকানো শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে এক-দুই খেলে এমবাপ্পের শট সরাসরি কিপার লুইজ জুনিয়রের হাতে যায়। জুড বেলিংহ্যামের বল ছিনিয়ে নেওয়ার পর ভিনিসিয়ুসের ঘুরে নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে যায়। বিরতির ঠিক আগে পাল্টা আক্রমণে পাপা গুইয়ের নিচু শট লক্ষ্যচ্যুত হলে গোলশূন্য অবস্থায় বিরতি আসে।

বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। বাঁ সাইডলাইনে বল ধরে রেখে ভিনিসিয়ুস বক্সে ঢুকে কাটব্যাক করেন। গুইয়ের গায়ে লেগে ছিটকে আসা বল এমবাপ্পে জালে পাঠান। লা লিগায় এটা ছিল তার ২০তম গোল। ৬২ মিনিটে দানি পারেহোর সেট-পিস থেকে জেরার্দ মোরেনোর শট উড়ে যায় ওপর দিয়ে। শেষদিকে থিবো কোর্তোয়া আলবের্তো মোলেইরোর শট অনায়াসে সামলান। বেলিংহ্যাম আবারও কিপারকে পরীক্ষা নিলেও গোল আসেনি। এক পর্যায়ে রাউল আসেনসিওর স্লিপে হ্যান্ডবলের দাবি ওঠে। কিন্তু ঘটনাটি বক্সের বাইরে হওয়ায় পেনাল্টি হয়নি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেদ্রাজার ফাউলে পেনাল্টি পান এমবাপ্পে। নিজেই দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী প্যানেনকা ফিনিশে ম্যাচ শেষ করেন তিনি।

রিয়াল মাদ্রিদ শীর্ষে থেকে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল। অন্যদিকে, ভিয়ারিয়ালের এটি টানা তৃতীয় হার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

আপডেট সময় ১২:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক : 

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলের জয় পায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে আরেকটি; এই দুই গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেন ফরাসি সুপারস্টার এমবাপ্পে। তাতে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল লস ব্লাঙ্কোস।

প্রথমার্ধটা ছিল তুলনামূলক নিষ্প্রভ। তবে শুরুতে ভিয়ারিয়ালই বেশি তীক্ষ্ণ ছিল। ১৪তম মিনিটে বাঁ দিক দিয়ে দ্রুত আক্রমণে আলফোনসো পেদ্রাজার ক্রস তায়ন বুখানান ফিরতি পোস্টে ঠিকঠাক ঠেকাতে না পারায় বড় সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। কিছুক্ষণ পরই পেনাল্টি বক্সে পড়ে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান হুয়ান ফয়থ। তাকে তুলে নিতে হয়, বদলি নামেন রাফা মারিন।

চ্যাম্পিয়নস লিগে মাঝ সপ্তাহে মোনাকোকে ৬-১ গোলে উড়িয়ে আসা রিয়াল ধীরে ধীরে ম্যাচে ঢোকে। আর্দা গ্যুলারের ২০ গজের বাঁকানো শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে এক-দুই খেলে এমবাপ্পের শট সরাসরি কিপার লুইজ জুনিয়রের হাতে যায়। জুড বেলিংহ্যামের বল ছিনিয়ে নেওয়ার পর ভিনিসিয়ুসের ঘুরে নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে যায়। বিরতির ঠিক আগে পাল্টা আক্রমণে পাপা গুইয়ের নিচু শট লক্ষ্যচ্যুত হলে গোলশূন্য অবস্থায় বিরতি আসে।

বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। বাঁ সাইডলাইনে বল ধরে রেখে ভিনিসিয়ুস বক্সে ঢুকে কাটব্যাক করেন। গুইয়ের গায়ে লেগে ছিটকে আসা বল এমবাপ্পে জালে পাঠান। লা লিগায় এটা ছিল তার ২০তম গোল। ৬২ মিনিটে দানি পারেহোর সেট-পিস থেকে জেরার্দ মোরেনোর শট উড়ে যায় ওপর দিয়ে। শেষদিকে থিবো কোর্তোয়া আলবের্তো মোলেইরোর শট অনায়াসে সামলান। বেলিংহ্যাম আবারও কিপারকে পরীক্ষা নিলেও গোল আসেনি। এক পর্যায়ে রাউল আসেনসিওর স্লিপে হ্যান্ডবলের দাবি ওঠে। কিন্তু ঘটনাটি বক্সের বাইরে হওয়ায় পেনাল্টি হয়নি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেদ্রাজার ফাউলে পেনাল্টি পান এমবাপ্পে। নিজেই দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী প্যানেনকা ফিনিশে ম্যাচ শেষ করেন তিনি।

রিয়াল মাদ্রিদ শীর্ষে থেকে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল। অন্যদিকে, ভিয়ারিয়ালের এটি টানা তৃতীয় হার।