ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

পৃথিবী যতদিন থাকবে মশাও ততদিন থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মশাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার মতে, পৃথিবী যতদিন থাকবে, ততদিনই মশার যন্ত্রণা থাকবে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন জানিয়েছেন, নালায় ঢাকনা আর শহরের চারপাশের অপরিচ্ছন্ন ডোবা সমস্যার কারণ হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ের সভাকক্ষে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও রোগ দমনে করণীয় বিষয়ে সভায় এসব কথা উঠে আসে। মশার প্রকোপ বৃদ্ধি, প্রতিরোধের উপায়, দুই সিটি করপোরেশন কী কী করছে, এসব নিয়ে আলোচনা হয় এই সভায়।

শীত শেষে বসন্ত আসার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব বেড়েছে। বেশ কিছু এলাকায় পরিস্থিতি নাজুক। এমনকি বিমানবন্দরে মশার কারণে একটি ফ্লাইট দুই ঘণ্টা বিলম্বে ছাড়ার ঘটনাও ঘটেছে। আর দুই সিটি করপোরেশন অন্যান্য বছরের চেয়ে বেশি সক্রিয় বলেও দাবি করছেন কর্মকর্তারা।

মশা নিধনের চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবী যতদিন থাকবে মশাও ততদিন থাকবে। এটা সত্য। তবে মশাবাহিত দুই রোগ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মোকাবেলায় তাদের প্রবারের প্রস্তুতি ভালো।’

‘আমি একটি কথা বলতে চাই মশার কারণে মহামারি তো দূরের কথা, ডেঙ্গু আক্রমণের কোন আশঙ্কাই নেই এবার।’ মশা নিধনে দুই সিটি করপোরেশনের তাদের কার্যক্রম ও পরিকল্পনার শুনে সন্তুষ্ট মন্ত্রী বলেন,

‘আমি অত্যন্ত সেটিসফাইড যে, আমাদের প্রস্তুতি ভালো আছে।…আমার মনে হয়, তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকলে মশার প্রাদুর্ভাব কমে যাবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহউদ্দিন মশা নিধনে তাদের বাধাগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘শহরের বেশকিছু ড্রেন আছে যেগুলো ঢাকনা দিয়ে ঢাকা থাকে। সেখানে আমরা মশা মারার প্রক্রিয়া করতে পারছি না। এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

‘ঢাকা শহরের চারিদিকে বেশ কিছু ডোবা আছে যেগুলো পরিকল্পিত নয়। এখানে মাছের চাষও হয় না। পরিষ্কার করাও হয় না। এ জায়গা গুলো থেকেও মশা উৎপন্ন হচ্ছে।’

উড়ন্ত মশা মারা কঠিন জানিয়ে ঢাকা দক্ষিণের স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আমরা পানির প্রবাহটা যতি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এ ধরনের মশার ৭০ শতাংশ মশা জন্মগ্রহণই করত না।’

এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, এবার মশা নিধনে তারা যে কাজ করছেন, সেটা অন্য বছরের তুলনায় বেশি। তিনি বলেন, ‘আমরা এ বছর মশা নিধন মেশিন, জনবল ও ওষুধের পরিমাণ বৃদ্ধি করেছি। বঙ্গবন্ধুর জন্মদিন আগামী ১৭ মার্চ উপলক্ষে মশা নিধন ও পরিচ্ছন্নতার জন্য একটি বিশেষ সপ্তাহ পালন করব।’

‘ঢাকা শহরে প্রচুর পরিমাণে অফিস আছে। এ বছর আমরা বেশকিছু সরকারি ও বেসরকারি অফিস ভিজিট করেছি। সেখানে আমরা ডেঙ্গু রোগবাহী মশার সন্ধান পেয়েছি। গণমাধ্যমের মাধ্যমে এসব অফিসের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আপনারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে কেউ মশার কামড় খেয়ে অসুস্থ হলে তাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া। আর মশা নিধনের কাজ হচ্ছে সিটি করপোরেশনগুলোর। আর বাড়ির ভিতরে মশা নিধনের দায়িত্ব হচ্ছে বাড়ির মালিকের। এর সাথে বাড়ির মালিক উক্ত বাড়ির আশে পাশে পরিস্কার রাখার ব্যবস্থা করবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পৃথিবী যতদিন থাকবে মশাও ততদিন থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

মশাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার মতে, পৃথিবী যতদিন থাকবে, ততদিনই মশার যন্ত্রণা থাকবে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন জানিয়েছেন, নালায় ঢাকনা আর শহরের চারপাশের অপরিচ্ছন্ন ডোবা সমস্যার কারণ হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ের সভাকক্ষে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও রোগ দমনে করণীয় বিষয়ে সভায় এসব কথা উঠে আসে। মশার প্রকোপ বৃদ্ধি, প্রতিরোধের উপায়, দুই সিটি করপোরেশন কী কী করছে, এসব নিয়ে আলোচনা হয় এই সভায়।

শীত শেষে বসন্ত আসার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব বেড়েছে। বেশ কিছু এলাকায় পরিস্থিতি নাজুক। এমনকি বিমানবন্দরে মশার কারণে একটি ফ্লাইট দুই ঘণ্টা বিলম্বে ছাড়ার ঘটনাও ঘটেছে। আর দুই সিটি করপোরেশন অন্যান্য বছরের চেয়ে বেশি সক্রিয় বলেও দাবি করছেন কর্মকর্তারা।

মশা নিধনের চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবী যতদিন থাকবে মশাও ততদিন থাকবে। এটা সত্য। তবে মশাবাহিত দুই রোগ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মোকাবেলায় তাদের প্রবারের প্রস্তুতি ভালো।’

‘আমি একটি কথা বলতে চাই মশার কারণে মহামারি তো দূরের কথা, ডেঙ্গু আক্রমণের কোন আশঙ্কাই নেই এবার।’ মশা নিধনে দুই সিটি করপোরেশনের তাদের কার্যক্রম ও পরিকল্পনার শুনে সন্তুষ্ট মন্ত্রী বলেন,

‘আমি অত্যন্ত সেটিসফাইড যে, আমাদের প্রস্তুতি ভালো আছে।…আমার মনে হয়, তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকলে মশার প্রাদুর্ভাব কমে যাবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহউদ্দিন মশা নিধনে তাদের বাধাগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘শহরের বেশকিছু ড্রেন আছে যেগুলো ঢাকনা দিয়ে ঢাকা থাকে। সেখানে আমরা মশা মারার প্রক্রিয়া করতে পারছি না। এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

‘ঢাকা শহরের চারিদিকে বেশ কিছু ডোবা আছে যেগুলো পরিকল্পিত নয়। এখানে মাছের চাষও হয় না। পরিষ্কার করাও হয় না। এ জায়গা গুলো থেকেও মশা উৎপন্ন হচ্ছে।’

উড়ন্ত মশা মারা কঠিন জানিয়ে ঢাকা দক্ষিণের স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আমরা পানির প্রবাহটা যতি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এ ধরনের মশার ৭০ শতাংশ মশা জন্মগ্রহণই করত না।’

এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, এবার মশা নিধনে তারা যে কাজ করছেন, সেটা অন্য বছরের তুলনায় বেশি। তিনি বলেন, ‘আমরা এ বছর মশা নিধন মেশিন, জনবল ও ওষুধের পরিমাণ বৃদ্ধি করেছি। বঙ্গবন্ধুর জন্মদিন আগামী ১৭ মার্চ উপলক্ষে মশা নিধন ও পরিচ্ছন্নতার জন্য একটি বিশেষ সপ্তাহ পালন করব।’

‘ঢাকা শহরে প্রচুর পরিমাণে অফিস আছে। এ বছর আমরা বেশকিছু সরকারি ও বেসরকারি অফিস ভিজিট করেছি। সেখানে আমরা ডেঙ্গু রোগবাহী মশার সন্ধান পেয়েছি। গণমাধ্যমের মাধ্যমে এসব অফিসের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আপনারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে কেউ মশার কামড় খেয়ে অসুস্থ হলে তাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া। আর মশা নিধনের কাজ হচ্ছে সিটি করপোরেশনগুলোর। আর বাড়ির ভিতরে মশা নিধনের দায়িত্ব হচ্ছে বাড়ির মালিকের। এর সাথে বাড়ির মালিক উক্ত বাড়ির আশে পাশে পরিস্কার রাখার ব্যবস্থা করবেন।’