অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের প্রত্যন্ত এক গ্রামে ব্যতিক্রমী আয়োজনে পরিবেশন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে। বুধবার দুপুরে সদর উপজেলার নরহরিদ্রা গ্রামে ব্যতিক্রমী এ আয়োজন করেন স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওই গ্রামের দশরথ কুন্ডু, মোশাররফ হোসেন, সুশান্ত অধিকারী, শওকত হোসেন, কেরামত খাঁ, শ্যামল কুমার।
বঙ্গবন্ধু প্রতিকৃতি তৈরি করে বিশেষ পদ্ধতির মাধ্যমে ভাষণের সাথে সাথে তা পরিচালনা করা হয়। সেদিনের সেই ঐতিহাসিক ভাষণ যেন ফুটে উঠেছে নরহরিদ্রা স্কুল মাঠে। ওই গ্রামের শত শত মানুষ বঙ্গবন্ধুর ভাষণ দেখতে ও শুনতে ছুটে এসেছিল বিদ্যালয় প্রাঙ্গণে।
পরে গ্রামবাসীর আয়োজনে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধের ডিসপ্লে।
আকাশ নিউজ ডেস্ক 

























