অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট। সেখানে গানে গানে দর্শক মাতাবে দেশের কয়েকটি প্রথমসারির ব্যান্ডদল। আছে পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শূন্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট ও আর্টসেলের মতো জনপ্রিয় ব্যান্ডদল। কনসার্টটি বেলা সোয়া ৩টা থেকে শুরু হয়েছে। চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
দর্শনার্থীদের জন্য গেট খোলা হয় বেলা দেড়টায়। নানা ধরনের গানের পাশাপাশি কনসার্টে শিল্পীদের কণ্ঠে শোনা যাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও।
এত দিন জয় বাংলা কনসার্ট শুধু ঢাকায় আয়োজন করা হয়েছে। কিন্তু এবার ঢাকার বাইরে সিলেট ও খুলনায় অনুষ্ঠিত হয়েছে কনসার্টটি। এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ২ মার্চ সিলেটে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হয় ‘রোড টু ৭ মার্চ’ শিরোনামের কনসার্ট। এতে অংশ নেয় দুটি ব্যান্ড মেকানিকস ও নেমেসিস।
শুধু তা-ই নয়, প্রথমবারের মতো ঢাকা থেকে সিলেট যাত্রায় যুক্ত করা হয়েছিল ৬০ ফুট দৈর্ঘ্যের এক ক্যারাভান। ক্যারাভানে করেই পরিবেশিত হয় কনসার্ট। সিলেটের পর ৫ মার্চ খুলনার সার্কিট হাউস মাঠে পৌঁছায় ক্যারাভানটি। সেখানকার কনসার্ট শেষ করে ক্যারাভানটি পৌঁছে গেছে ঢাকার কনসার্টে।
গত বছরের অক্টোবর মাসে ইউনেসকো ৭ মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ঘোষণা করে। তাই এবার আরও জমকালো আয়োজনের পাশাপাশি ঢাকার বাইরেও উদ্যোগটি নেয়া হয়েছে বলেও জানান আয়োজকরা।
ইয়াং বাংলার সহযোগী হয়ে কনসার্টটি আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে জয় বাংলা কনসার্টটি।
https://www.facebook.com/DailyProthomAlo/videos/1953553584677718/
আকাশ নিউজ ডেস্ক 





















