আকাশ স্পোর্টস ডেস্ক:
কলম্বোতে নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এখন টস হেরে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪১ রান। ৮২ রান করে অপরাজিত আছেন শিখর ধাওয়ান।
ইনিংসের প্রথম ওভারে দুশমান্থ চামিরার বলে মেন্ডিসের হাতে ক্যাচ হন ওপেনার রোহিত শর্মা। চার বল খেলে শূন্য রান করেন তিনি। দ্বিতীয় ওভারে নুয়ান প্রদীপের বলে বোল্ড হন সুরেশ রায়না। তিন বল খেলে এক রান করেন তিনি।
এরপর শিখর ধাওয়ান ও মনিশ পান্ডে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১০৪ রানে মেন্ডিসের বলে গুনাথিলাকার হাতে ক্যাচ হন মনিশ পান্ডে। ফেরার আগে তিনি করেন ৩৭ রান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রিশাব পান্ত, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, যুজবেন্দ্র চাহাল।
শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক, উইকেটরক্ষক), কুসল পেরেরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীভন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, দুশমান্থ চামিরা, নুয়ান প্রদীপ।
আকাশ নিউজ ডেস্ক 
























