আকাশ বিনোদন ডেস্ক:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। ওমর সানীর ম্যানেজার আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার দুপুরের পর পর বুকে ব্যথা অনুভব করলে তাকে পরিবারের সদস্যরা দ্রুত রাজধানীর অ্যাপোলো হাসাপাতলে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত ডাক্তার চেকআপের পর জানান যায় তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং ডাক্তার তাকে তিনটি রিং পরানোর পরামর্শ দিয়েছেন।
ওমর সানীর ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন বলেন, ওমর সানী ভাই বুকে ব্যথা অনুভব করার পর ডাক্তারের নিকট আসেন এবং ডাক্তার শাহাবুদ্দিন সাহেবের পরামর্শে তিনি শারীরিক চেক আপ করেন। এরপর জানা যায় তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং ডাক্তার তাকে তিনটি রিং পরানোর পরামর্শ দিয়েছেন। আজ রাতেই তাকে রিং পরানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তিনি শঙ্কামুক্ত। আরো কিছু প্রয়োজনীয় রিপোর্ট হাতে আসার পর তার হার্টে রিং পরানো হবে। সানী ভাই ও মৌসুমী আপা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। এখনো তিনি সমান তালে অভিনয় করে যাচ্ছেন। নায়ক হিসেবে তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘আখেরি হামলা’, ‘দোলা’,‘কুলি’, ‘আত্ম অহংকার’ ইত্যাদি।
আকাশ নিউজ ডেস্ক 






















