আকাশ স্পোর্টস ডেস্ক:
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাতে গতকাল দলটির মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে লিওনেল মেসির একমাত্র ফ্রি কিকের গোলে হার নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। এমন টানটান উত্তেজনার লড়াইয়ে হারের পর মেসির প্রশংসা করেছেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে।
গতকালের ম্যাচে জিততে পারলেও বার্সার সঙ্গে টেবিলের দুই থাকা অ্যাটলেটিকোর ব্যবধান থাকতো মাত্র ২ পয়েন্ট। কিন্তু ন্যু ক্যাম্পের হারে কাতালান ক্লাবটির সঙ্গে অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যধান দাঁড়িয়েছে ৮এ।
গুরুত্বপূর্ণ এমন ম্যাচে হারের পর প্রতিপক্ষ শিবিরের সেরা তারকা মেসিকে নিয়ে প্রশংসা ঝরেছে সিমিওনের কণ্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘অ্যাটলেটিকোর জার্সি গায়ে মেসি খেললে ম্যাচটিতে আমরা ১-০ ব্যবধানে জিততাম। সন্দেহ নেই যে আমরা আমাদের লক্ষ্যের খুব কাছেই ছিলাম। গত ১৪ বছরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আধিপত্য কমানোর জন্য আমরা চেষ্টা করে আসছি। ২০১৩-১৪ মৌসুমে আমরা সেই অসম্ভবকেও সম্ভব করেছি। তবে আবারও এর পুনরাবৃত্তি ঘটানো কিছুটা কঠিন হবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























