ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির আজাদীর বাংলাদেশ গড়তে শাপলা কলিতে ভোট দিন: হাসনাত আবদুল্লাহ প্রচারের প্রথম দিনেই বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ, আহত ২০ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে তিন সমঝোতা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং এর বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সফরের দ্বিতীয় দিন সোমবার দুই পক্ষে আলোচনা শেষে এসব সমঝোতা সই হয়। আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং।

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ভিয়েতনামের প্রেসিডেন্ট রবিবার ঢাকায় পৌঁছেন। সোমবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকাল ১০টায় ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ সময় শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শেষে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা, ভিয়েতনামের পক্ষে তাদের রাষ্ট্রপ্রধান ত্রান দাই কুয়াং। মৎস্য ও প্রাণিসম্পদে সহযোগিতা নিয়ে ২০১২ সাল থেকেই ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের সমঝোতা রয়েছে। সেটিই নবায়ন হয়েছে এবার।

বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ভিয়েতনামের পক্ষে কৃষি এবং গ্রাম উন্নয়নমন্ত্রী নুয়েন জুয়ান সেউয়ং এই চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন।

শিল্পের যন্ত্রাংশ উৎপাদনে সহযোগিতার বিষয়ে সমঝোতায় কই করেন বাংলাদেশের শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং মিয়ানমারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী কাও চুয়ক হুয়াং।

সাংস্কৃতিক বিনিময় নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান ও ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড্যাং থাই বিচ লিয়েন সমঝোতা স্মারকে সই করেন।

১৪ বছরের ভিয়েতনাম রাষ্ট্রপ্রধানের এই প্রথম সফরে দুই দেশের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনাম নেতা ত্রান দাই কোয়াংও।

সমঝোতা স্মারক সই শেষে দুই দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ হয়। এতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়।

আগামীকাল মঙ্গলবার ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন রূপে তাক লাগালেন জয়া আহসান

বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে তিন সমঝোতা

আপডেট সময় ০২:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং এর বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সফরের দ্বিতীয় দিন সোমবার দুই পক্ষে আলোচনা শেষে এসব সমঝোতা সই হয়। আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং।

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ভিয়েতনামের প্রেসিডেন্ট রবিবার ঢাকায় পৌঁছেন। সোমবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকাল ১০টায় ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ সময় শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শেষে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা, ভিয়েতনামের পক্ষে তাদের রাষ্ট্রপ্রধান ত্রান দাই কুয়াং। মৎস্য ও প্রাণিসম্পদে সহযোগিতা নিয়ে ২০১২ সাল থেকেই ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের সমঝোতা রয়েছে। সেটিই নবায়ন হয়েছে এবার।

বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ভিয়েতনামের পক্ষে কৃষি এবং গ্রাম উন্নয়নমন্ত্রী নুয়েন জুয়ান সেউয়ং এই চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন।

শিল্পের যন্ত্রাংশ উৎপাদনে সহযোগিতার বিষয়ে সমঝোতায় কই করেন বাংলাদেশের শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং মিয়ানমারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী কাও চুয়ক হুয়াং।

সাংস্কৃতিক বিনিময় নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান ও ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড্যাং থাই বিচ লিয়েন সমঝোতা স্মারকে সই করেন।

১৪ বছরের ভিয়েতনাম রাষ্ট্রপ্রধানের এই প্রথম সফরে দুই দেশের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনাম নেতা ত্রান দাই কোয়াংও।

সমঝোতা স্মারক সই শেষে দুই দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ হয়। এতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়।

আগামীকাল মঙ্গলবার ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।