অাকাশ জাতীয় ডেস্ক:
বরেণ্য শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষয় সরকারের চরম ব্যর্থতার প্রমাণ হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। নানা সময় জাফর ইকবালের প্রতি বিষোদগার করা দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের মানুষ কতটা নিরাপত্তাহীনতায় রয়েছে, এই ঘটনাটিই আর প্রমাণ।
শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার পরদিন রবিবার এক বিবৃতিতে এ কথা জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। দলের প্রচার বিভাগ থেকে এই বিবৃতি পাঠানো হয় গণমাধ্যমে।
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান জাফর ইকবাল ১৯৯৪ সালে বিদেশে উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেশে ফেরার পর থেকেই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লেখালেখি করে আসছেন। স্বাধীনতাবিরোধী জামায়াদ-শিবিরের কঠোর সমালোচনা করে এই পথ থেকে তরুণ সমাজকে ফিরিয়ে নিয়ে আসার আহ্বানও জানিয়ে আসছেন তিনি।
জামায়াতপন্থীরাও জাফর ইকবালকে আক্রণ করতে ধর্মকে আশ্রয় করেছে। তাকে নাস্তিক আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে নানা উস্কানি দেয়া হয় জামায়াতপন্থীদের বিভিন্ন পেজে। এর মধ্যে শনিবারের এই হামলার পরও জামায়াতপন্থীরা সামাজিক মাধ্যম ফেসবুকে নানা আপত্তিকর মন্তব্য করে আসছেন। হামলাকারীদের প্রশংসার পাশাপাশি কেন জাফর ইকবাল মারা যাননি সে জন্য আফসোসও করছেন কেউ কেউ।
তবে জামায়াতের ভারপ্রপ্ত প্রধানের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এই হামলার নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠোর শাস্তি দেযারও জোর দাবি জানানো হয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে ড. জাফর ইকবালকে অজ্ঞাতনামা দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’
‘জাতীয়ভাবে পরিচিত একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কত নিরাপত্তাহীনতায় দিন অতিবাহিত করছে তা সহজেই অনুমান করা যায়। এ ঘটনায় প্রমাণিত হয় যে, বর্তমান সরকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
আকাশ নিউজ ডেস্ক 




















