আকাশ বিনোদন ডেস্ক:
চলচ্চিত্রে ফিরবেন ববিতা, তবে…
চিত্রতারকা ববিতা। বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম পরিচিত করে তোলেন এই নায়িকা। অভিনয় গুণে টানা তিনবারসহ মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে নেন ‘নয়নমনি’ এই নায়িকা। বেশ কিছুদিন হলো নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না ববিতাকে। তবুও ব্যস্ততার বেড়াজালে তিনি।
এক মাস আগে ছোটভাই পাইলট ইকবাল ইসলাম স্বপন আমেরিকা থেকে দেশে এসেছেন বেড়াতে। তাকে নিয়েই সময় কাটছে ববিতার। এরইমধ্যে ভাইকে সঙ্গে নিয়ে ভারত থেকে ঘুরে এসেছেন। গিয়েছিলেন কক্সবাজার, বান্দরবান।
এখন চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে আছেন বলেই নিজের মতো করে ঘুরতে পারছেন তিনি, এমনটাই জানালেন ববিতা। সর্বশেষ নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর বলা যায় আরো অনেক চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছেন। কিন্তু গল্প এবং চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয়ে আর ফেরা হয়নি তার। তবে অভিনয় করবেন না এমনটিও নয়।
ববিতা বলেন, “সাম্প্রতিক সময়ে একজন পরিচালক সত্য ঘটনা অবলম্বনে একটি চলচ্চিত্রের গল্প আমাকে শুনিয়েছেন। আমারও মোটামুটি ভালো লেগেছে। আমি তাকে স্ক্রিপ্ট দিতে বলেছি। যদি তা খুব ভালো লেগে যায় তাহলে হয়তো অভিনয়ে ফেরা হতে পারে।
আমি বিশ্বাস করি শিল্পীর কোনো অবসর নেই। এখন করছি না, তার মানে এই নয় যে, আগামীতে অভিনয় করবো না। আমার ভালো লাগলে অবশ্যই অভিনয়ে ফিরবো। ”
কিছুদিন আগে ববিতার নিমন্ত্রণে তার বাসায় উপস্থিত হয়েছিলেন বাপ্পারাজ, ওমর সানী, মৌসুমী, আমিন খান, রিয়াজ-তিনা, ফেরদৌস, পূর্ণিমা। ববিতা তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন। ববিতাকে ঘরোয়া এই আয়োজনে সহযোগিতা করেছিলেন তারই ছোট বোন চম্পা।
ববিতা চলচ্চিত্রে ফিরবেন এমন আশা ভক্ত-দর্শকদের। এদিকে চলচ্চিত্র নির্মাতাদের উচিত ভালো গল্পের ছবিতে অভিনয়ে মধ্যদিয়ে এই গুণী অভিনেত্রীকে চলচ্চিত্রে ফিরিয়ে আনা।
আকাশ নিউজ ডেস্ক 

























