আকাশ স্পোর্টস ডেস্ক:
বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় ৪২তম ম্যাচে মুখামুখি হয় অগ্রণী ব্যাংক ও কলাবাগান ক্রিড়া চক্র। প্রথমে টসে জিতে অগ্রণী ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কলাবাগান ক্রিড়া চক্রের দলপতি মুক্তার আলী।
ডাকে সাড়া দিয়ে দুই ওপেনার আজমির আহমদ ও শাহরিয়ার নাফিজের ব্যাটে দারুণ সূচনা পায় অগ্রণী ব্যাংক। আর তাতেই দুই ওপেনার তুলে নেন জোড়া অর্ধশত। দুজনের হাত ধরে বড় সংহ্রহের পথে এগুতে থাকে অগ্রণী ব্যাংক। অবশেষে ১২৮ রানের মাথায় জুটি ভাঙ্গে আকবর-উর রহমান। তার বলে ব্যক্তিগত ৫৮ রানে কাটা পরেন আজমির আহমদ।
এরপর নাফিজকে সঙ্গ দেয় রেজা আলী। ১৫ রানের মাথায় ফেরেন রেজা। তার বিদায়ের পর দিমান ঘোষ ২ রান করে আশ্রাফুলের বলে সরাসরি বোল্ড হয়ে সাঝঘরের পথ ধরেন।
এদিকে সেঞ্চুরির লক্ষ্যে এগিয়ে যাচ্চেন নাফিজ । তবে তা বাস্তবায়ন করতে দেয়ান মাহমুদুল হাসান। ৯৯ রানে কাটা পরেন তিনি। ফলে ১ রানের আক্ষেপ থেকে গেল নাফিজের।
অগ্রণী ব্যাংক একাদশ: আজমীর আহমেদ, শাহরিয়ার নাফিজ, রিয়াজ আলী, দিমান ঘোষ, জাহিদ জাবেদ, সালমান হোসাইন ও সাইমন আহমেদ।
কলাবাগান ক্রিড়া চক্র একাদশ: জসিমউদ্দিন, মোহাম্মদ আশ্রাফুল, তাসমুল হক, আকবর-উর রহমান, মাহমুদুল হাসান,
রাহাতুল ফেনদাউস,তৈইবুল রহমান, মুক্তার আলী, আবুল হাসান, সানজিৎ শাহ ও নাহিদ হাসান।
আকাশ নিউজ ডেস্ক 

























