অাকাশ জাতীয় ডেস্ক:
শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালকে সার্বক্ষণিক নিরাপত্তার মধ্যে কীভাবে হামলা হলো তার ব্যাখ্যা চেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এই হামলায় সরকার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার বিকালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাফর ইকবালকে ছুরিকাঘাত করার প্রতিক্রিয়ায় রাতে শাহবাগে এক মশাল মিছিলের আগে এ মন্তব্য করেন ইমরান।
প্রায় দেড় বছর আগে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। তারও প্রায় এক বছর আগে একটি জঙ্গি সংগঠনের নামে পাঠানো চিঠিতে যে ১০ জনকে হত্যার হুমকি দেয়া হয় তাতেও জাফর ইকবালের নাম ছিল। এর বাইরেও সামাজিক মাধ্যমে উগ্রপন্থীদের বিভিন্ন গ্রুপেও বরেণ্য এই মানুষটিকে নিয়ে বিরূপ মন্তব্য এবং হুমকি দেয়া হতো নিয়মিত।
এসব হুমকির ঘটনায় দুই বছর আগে থেকেই সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হচ্ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে। আর পুলিশের উপস্থিতির মধ্যেই এই হামলা হয়েছে। আর এতে পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে।
ইমরান বলেন, ‘যারাই হুমকির মধ্যে আছে তাদের নিরাপত্তার দায়িত্ব সম্পর্ণভাবে সরকার গ্রহণ করেছে। তাহলে সরকারের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে এই হামলার ঘটনা ঘটে। সুতরাং এ হামলার দায় সরকার এড়াতে পারে না।’
হামলাকারী যুবক আটক হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। তবে ইমরান মনে করেন এটি মৌলবাদী চক্রের কাজ।
‘আজকের এ হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবার কোন সুযোগ নেই। জাফর ইকবাল স্যারের ওপর হামলা করে মৌলবাদী বা প্রতিক্রিয়াশীল চক্র মুক্ত চিন্তার আন্দোলনকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র করেছিল তারই ধারাবাহিকতায় আজকের এ হামলা।’
এই হামলাকে মুক্তচিন্তার সবার ওপর হামলা আখ্যা দিয়ে ইমরান বলেন, ‘তার ওপর হামলা করা মানে আমরা সবাই আক্রান্ত, কেউ আমরা নিরাপদ নই।’
‘জাফর ইকবাল আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় অনুপ্রেরণা দিয়েছেন। বিভিন্ন সময় সংকটাপন্ন অবস্থায় নির্বিঘ্নে আমাদের ও তরুণদের পক্ষ নিয়েছেন। সেইরকম একটা পরিস্থিতিতে তার ওপর হামলায় আমরা বিক্ষুদ্ধ হয়েছি। এই মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে আমাদের আরও বৃহত্তর কর্মসূচি দিতে হবে।’
এরপর মশাল হাতে মিছিলটি শাহবাগ থেকে রূপসী বাংলা হোটেল মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
পাশেই জাতীয় জাদুঘরের সামনে ‘অধ্যাপক জাফর ইকবালের ওপর জঙ্গিবাদী হামলা: রুখো সারা বাংলা’ ব্যানার নিয়ে আরেকটি সমাবেশ হয়। সমাবেশে লেখক আসলাম সানী, সাংবাদিক অঞ্জন রায়, শিক্ষক নুরুল হুদা, গণজাগরণ মঞ্চের সংগঠকদের মধ্যে কামাল পাশা চৌধুরী, বাপ্পাদিত্য বসু, এফ এম শাহীন, কানিজ আকলিমা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
আকাশ নিউজ ডেস্ক 



















