অাকাশ জাতীয় ডেস্ক:
জনগণ একবার নির্বিঘ্নে ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আমার প্রতি ক্ষুব্ধ। তবে প্রধানমন্ত্রীর প্রতি আমার কোনো রাগ নেই। কারণ তিনি যেভাবে রাষ্ট্রপরিচালনা করছেন সবকিছুই ঠিক হতো যদি একটু সংযত হতেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে মওদুদ বলেন, এতোদিন ধরে জেনে এসেছি শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আজ দলীয়করণ ও অর্থ বাণিজ্যের মাধ্যমে সেই মেরুদণ্ডকে দুর্বল করে দিয়েছে সরকার। সরকারের মদদপুষ্টরাই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত।
তিনি বলেন, রাষ্ট্রীয় খরচে ভোট চাওয়া অনৈতিক ও বেআইনি। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।
আকাশ নিউজ ডেস্ক 



















