আকাশ বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির অন্যতম দর্শকপ্রিয় নায়ক নিরব হোসাইন। গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘গেম রিটার্নস’। গতকাল মুক্তি পেল প্রায় ছয় বছর আগে শুটিং করা নতুন একটি ছবি। এর বাইরে বছরের শুরু থেকেই বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়ক। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি
ছয় বছর আগে শুটিং করা ছবি গতকাল মুক্তি পেল। মুক্তিতে এত দীর্ঘসূত্রতা কেন?
ছবির নাম ‘রাঙা মন’। এ ছবির শুটিং শেষ করি ২০১২ সালে। একজন শিল্পীর কাজ সিডিউল মোতাবেক শুটিং শেষ করা। আমি সেটি করেছি। এরপর ছবি মুক্তির সময় প্রচার-প্রচারণায় অংশ নিয়ে থাকেন শিল্পীরা। এর বাইরে তো তাদের কিছু করার থাকে না। শুটিং শেষ হলেও ছবিটি মুক্তি দিতে এত দেরি কেন হল, এটি প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। মক্তিপ্রাপ্ত এ ছবির বিষয়ে আমি কিছুই বলতে পারব না।
ছয় বছর আগের পরিস্থিতি বা গল্পে নির্মিত এ ছবিটি কি এখনকার দর্শক গ্রহণ করছেন?
যতদূর জানি ছবিটি প্রায় দুই ডজন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাত্র তো একদিন হল। দেখা যাক কী হয়। তবে ছবিটি ২০১১-১২ সালের পরিবেশ-পরিস্থিতি ও দর্শকের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছিল। সেই সময়ে আমাদের সার্বিক অবস্থা কেমন ছিল সেটি সবারই জানা। ২০১৮ সালে এসে ছবিটি অনেকটা আবেদনহীনই মনে করি আমি।
এ বছর বেশ কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবিগুলোতে আপনাকে কেমন চরিত্রে দেখা যাবে?
এ বছর দু’টি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। এর মধ্যে একটি হচ্ছে বন্ধন বিশ্বাসের ‘অফিসার রিটার্নস’। অন্যটি আরিফুর জামান আরিফের কাঠগড়ায় শরৎচন্দ্র। দু’টি ছবির গল্প দুই ধরনের। একটি অপরাধ দমনে এক পুলিশ অফিসারের মিশন নিয়ে অ্যাকশন ছবি। অন্যটি কিছুটা অফট্রাকের। দুটি ছবির গল্পই দারুণ। এখন নির্মাতা বৈচিত্র্য দেখাতে পারলে দর্শকের কাছে চরিত্রগুলো দারুণভাবে প্রশংসিত হবে বলে আমার বিশ্বাস।
আব্বাসের খবর কী?
আব্বাসের খবর ভালো। ছবির প্রায় পঞ্চাশভাগ শুটিং শেষ। এরপর গানের শুটিং শুরু হবে। এ ছবিটি নিয়ে আমার প্রত্যাশা বেশি। এখনকার দর্শক যে ধরনের গল্প ও ছবি চায়, তার সবই এতে পাবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























