আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেটের দিনের পর দিন উন্নতি হলেও মহিলা ক্রিকেটে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। মাঠের অভাবে নিয়মিত অনুশীলন করতে পারছেন না নারী ক্রিকেটাররা। তাছাড়াও নানা সমস্যায় ভুগছেন তারা।
তাদের এই সমস্যা গুলোর সমাধান নিয়ে কথা বলেন ক্রিকেট বোর্ডের মহিলা বিভাগের নতুন চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন,‘ মাঠ সম্পর্কে নারী ক্রিকেটারদের সমস্যা সত্যিই অনেক। মাঠে নিয়মিত অনুশীলন করতে না পারায় নিজেদের উন্নতি করতে পারছেন না নারী ক্রিকেটাররা। তবে আশা করি খুব দ্রুতই মাঠের সমস্যা সমাধান হবে।’
তিনি আরো বলেন,‘ আমি দায়িত্ব গ্রহণ করার পরে, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলেছি। চেষ্টা করছি খুব তাড়াতাড়িই ওদের খেলার উপযোগী মাঠ তৈরি করার।’
তাছাড়া মাঠের পাশাপাশি নারী ক্রিকেটারদের বেতন নিয়েও চলছে নানা সমস্যা। অল্প বেতনে-ভাতায় দেশের ক্রিকেটে অবদান রেখছেন তারা।
এই বিষয়ে তিনি বলেন,‘বিসিবির সভাপতি আমাকে বিশেষ ভাবে নারী ক্রিকেটারদের দায়িত্ব দিয়েছেন। তাই তাড়াতাড়ি চেষ্টা করছি তাদের সম্মানিটা যেন সম্মানজনক করা যায়।’
আকাশ নিউজ ডেস্ক 

























